দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একটু গা ছাড়া ভাব আর তাতেই শীতের শুরুতে জাঁকিয়ে চেপে বসছে করোনা। দ্বিতীয় ঢেউ এ ত্রস্ত রাজধানী দিল্লী। ভয়াবহ সংক্রমণে প্রহর গুনছে সাধারণ মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানী জুড়ে বেড়ে চলা করোনাকে নিয়ন্ত্রণ করতে, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাদের পুরো শক্তি দিয়ে কাজ করলেও এখনও অবধি কোনও সমাধান সূত্র মেলে নি। প্রতিদিন হাজার হাজার নতুন সংক্রমণ। আর লকডাউন শেষ হওয়ার পর থেকেই ফের সংক্রমণের সাঁড়াশি আক্রমণে দিল্লী।
দিল্লীতে ক্রমবর্ধমান করোনা প্রকপে হাসপাতালগুলিতে শয্যা সংখ্যাও হ্রাস পাচ্ছে। কোথাও, রোগীরা মৃত্যুর সঙ্গে লড়াই করা বেড পাচ্ছেন না এবং বিনা চিকিত্সায় মারা যাচ্ছেন কোথাও বা নতুন করে সংক্রমণের আশঙ্কা। এই নিয়ে দিল্লীতে এখনো পর্যন্ত ৮,৩৯১ জন রোগী করোনায় সংক্রমণে মারা গিয়েছেন।
একবার দেখে নেওয়া যাক শেষ ক’দিনে দিল্লীতে করোনা মৃত্যুর পরিমাণের ক্রম বর্ধমান রূপ:
১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিন অনুযায়ী দৈনিক মৃত্যুর পরিমাণ, মৃত ৯৯ জন, ১৩১ জন, ৯৮ জন, ১১৮ জন, ১১১ জন, ১২১ জন!
দিল্লী’র এই ভয়ংকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাস্ক না পড়লে ২০০০ টাকা জরিমানা ধার্য করেছে কেজরিওয়াল সরকার। প্রথমে এই জরিমানা’র পরিমাণ ছিল ৫০০ টাকা। একই সঙ্গে কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করা, শারীরিক দূরত্ব না মানার ক্ষেত্রে এবং পাবলিক জায়গায় থুথু ফেলার জন্য ফাইন আসবে ২০০০ টাকা। তবে এতসব নিয়ম করার পরেও দিল্লিতে করোনা’কে কিভাবে ঠেকানো যায় সেটাই এখন চ্যালেঞ্জের।