33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    শীতের সূচনায় দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় ‘নিভা’-র তান্ডব

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মৌসম ভবনের রিজিয়োনাল ফোরকাস্টিং সেন্টারের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘সফদরজং অবজারভেটরির তথ্য অনুযায়ী ২০০৩ সালের (৬.১) পরে নভেম্বরে সর্বনিম্ন উষ্ণতা (৬.৩) আজই’। তিনি আরোও জানিয়েছেন, ‘লোধী রোডের আবহাওয়া কেন্দ্রে পারদ নেমেছে ৬.৪ ডিগ্রিতে। পশ্চিম হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বায়ুর প্রভাবেই এই পারদ পতন বলে মত শ্রীবাস্তবের।’

    শীতের তান্ডব ক্রমশই বাড়ছে। সোমবার থেকেই বেড়েছে পশ্চিমবঙ্গে শৈত প্রবাহ। তবে আজ রাজধানীতে উষ্ণতা নামল ৬.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। মৌসম ভবন জানিয়েছেন, ২০০৩ সালের পরে চলতি নভেম্বরের এই উষ্ণতা হল সর্বনিম্ন। রবিবার অর্থাৎ ২২তারিখ, সকাল বেলায় সর্বনিম্ন ও সর্বোচ্চ চাপমাত্রা ছিল যথাক্রমে ৬.৯ এবং ২৪.২। মৌসম ভবন ঘোষনা করেছেন, শৈত্যপ্রবাহ হবে, সমতলের ক্ষেত্রে পর পর দু’দিন উষ্ণতা ১০ ডিগ্রি বা তার কম থাকলে এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম উষ্ণতা।

    তবে পারদ নামেছে লখনউয়েও। ২০১৭ সালের পরে চলতি বছরের নভেম্বরের সকালেই সব চেয়ে কম উষ্ণতার সাক্ষী থাকল লখনউ। লক্ষনউয়ের উষ্ণতা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। একেই শীতের তান্ডব বাড়ছে। এবং সেই সঙ্গে অন্যদিকে বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের জেরে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রবল ঘূর্নিঝড় ‘নিভা’ তামিলনাড়ু ও পুদুচেরির দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মৌসম ভবন।

    মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরির পাশাপাশি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলীয় অংশ, রায়লসীমা এবং তেলঙ্গানায় এই ঝড় আছড়ে পড়বে বলে জানিয়েছেন। এবং দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ থেকেই।

    এদিকে তামিলনাড়ুর আবহাওয়া দফতর জানিয়েছেন, ‘চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপটি। জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি (এনসিএমসি) জানিয়েছেন, ঘূর্ণিঝড় নিভার-এর পূর্বাভাসের ভিত্তিতে আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...