25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    দেশ জোড়া বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে জারি ‘উত্তরপ্রদেশ অবৈধ ধর্মীয় রূপান্তর নিষিদ্ধ অধ্যাদেশ (২০২০)’

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উত্তরপ্রদেশ সরকার ‘লাভ জেহাদ’ নিয়ে মঙ্গলবার এক অধ্যাদেশ জারি করলো। রাজ্যে ‘লাভ জিহাদ’ রুখতে এই কড়া আইন আনার বিষয়ে আরও এক পা এগিয়ে গেল যোগী আদিত্যনাথ সরকার।

    উল্লেখ্য, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, “যে বা যাঁরা আমাদের বোন ও মা-এর সম্মান নিয়ে খেলবে, তাঁদের রাম নাম সত্য হ্যায় অবস্থা করে দেব।” অর্থাত্‍ তাঁদের প্রাণে মেরে ফেলা হবে। আদিত্যনাথের এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে বহু বিতর্কের মধ্যেই এই অর্ডিন্যান্স আনল রাজ্য সরকার। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ-অসমের মত রাজ্যও এই নিয়ে আইন আনতে চলেছে।

    কী রয়েছে এই অধ্যাদেশে? উত্তরপ্রদেশ অবৈধ ধর্মীয় রূপান্তর নিষিদ্ধ অধ্যাদেশ (২০২০) অনুযায়ী, যে ধর্মীয় রূপান্তরগুলি মিথ্যে বা বলপ্রয়োগের উদ্দেশ্যে সংঘটিত হবে তা অপরাধ হিসাবেই ঘোষণা করা হবে। যাঁরা বিয়ের পরে ধর্মান্তরের পরিকল্পনা করবেন, তাঁদের কমপক্ষে দু মাস আগে জেলাশাসককে নোটিশ দিয়ে জানাতে হবে।

    পাশাপাশি, এতে বলা হয়েছে ‘যে ধর্মান্তর বাধ্যতামূলকভাবে করা হয়নি বা বিবাহের জন্য হয়নি, সেই সমস্ত মামলা জামিনযোগ্য ধারায় হবে না।’ রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, ‘আমাদের সামনে ১০০ জনের বেশি এই ধরনের মামলা রয়েছে, যেখানে জোর করে ধর্মান্তরের ঘটনা ঘটেছে। সেই কারণেই একটি আইন গঠনের প্রয়োজন ছিল। যোগীজির মন্ত্রিসভা সেই নিয়েই এই অধ্যাদেশ নিয়ে এসেছে এবং তাতে কড়া শাস্তির বিধানও রয়েছে।’

    এই অধ্যাদেশ অনুসারে যে যে শাস্তির প্রবিধান রাখা হয়েছে, জোরপূর্বক ধর্মান্তর বা জালিয়াতির মাধ্যমে ধর্মান্তর করলে পাঁচ বছরের কারাদণ্ড বা ১৫,০০০ টাকা জরিমানা করা হবে। যদি জোরপূর্বক ধর্মান্তরকরণে কোনও দলিত সম্প্রদায়ের কোনও মহিলা জড়িত থাকে, তবে এক্ষেত্রে তিন থেকে ১০ বছরের জেল এবং ২৫,০০০ টাকা জরিমানা করা হবে। গণরূপান্তর ক্ষেত্রে ৩ থেকে ১০ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...