দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গুজরাটের রাজকোটের সর্দার নগরে শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। যার জেরে প্রাণ গিয়েছে ৬ জন করোনা রোগীর। আহত আরও অনেকে। রাতে শেষবার ডাক্তার দেখে যাওয়ার পর ওই আইসিইউতে ঘুমিয়ে ছিলেন ১১ জন করোনা।
প্রাথমিক তদন্তে এখনো স্পষ্ট নয় কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ওই হাসপাতালে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে ইনটটেনসিভ কেয়ার ইউনিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর তা ধীরে ধীরে পার্শ্ববর্তী কয়েকটি ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন থেকেই রাজকোটের এই হাসপাতালেই করোনা রোগীদের চিকিত্সা চলছিল। গতকাল পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন ৩৩ জন করোনা রোগী। তবে দমকলের মতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আইসিইউ ইউনিটেই। নিহতের পাশাপাশি আহত রোগীরাও মূলত ওই ওয়ার্ডেই ছিলেন বলেই খবর।
তবে সময় মত দমকল ও প্রশাসনের তত্পরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়্ন্ত্রণে আনা সম্ভব হয়। এই মূহুর্তে হাসপাতালের বাকী রোগীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে গুরুতর জখম রোগীদেরও আপদকালীন ভিত্তিতে চিকিত্সা শুরু হয়েছে বলে খবর। দমকলের মতে খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তার খোঁজ করতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।