দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশে তৈরি কোভিড প্রতিষেধকের কাজ খতিয়ে দেখতে গুজরাটের জায়ডাস-ক্যাডিলা পর তেলঙ্গানার হায়দরাবাদ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হাকিমপেটে বায়ু সেনার বিমানঘাঁটিতে নামে মোদির বিমান। সেখান থেকে সড়কপথে শমিরপেটে জেনোম ভ্যালি যান তিনি। সেখানে ভারত বায়োটেকের কর্মী এবং বিজ্ঞানীদের সঙ্গে প্রতিষেধক তৈরি নিয়ে মোদি একপ্রস্থ আলোচনা সারেন। উল্লেখ্য ভারত বায়োটেক আইসিএমআর-এর সঙ্গে যৌথভাবে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন তৈরি করছে, যেটা এখন তৃতীয় পর্বের পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে।
আজ সকালে গুজরাটের আমেদাবাদে যান মোদি। সেখানে চাঙ্গোদর শিল্প তালুকে অবস্থিত জাইডাস বায়োটেক পার্কে তাদের প্রতিষেধক ‘জাইকোভ-ডি’ তৈরির কাজ খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের বলেন, তাদের সহযোগিতার জন্যে কেন্দ্রীয় সরকার সব সময় তৈরি।
একদিনে তিনটি ল্যাবরেটরিতে প্রতিষেধকের কাজ খতিয়ে দেখার মধ্যে মোদির শেষ স্টপ ছিল পুনের সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। কোভিশিল্ড নামক এই টিকা অ্যস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিতভাবে সিরাম ইন্সটিটিউট তৈরি করেছে।
তবে আজ সেরাম ইন্সটিটিউট যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিয়েছিল, প্রধানমন্ত্রী’র এই সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অথবা রাজ্যপালের অংশ নেওয়ার প্রয়োজন নেই। পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (SII) আজ বেলা সাড়ে ৪টের সময় যান প্রধানমন্ত্রী। তার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর (CMO) একটি বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় এর নির্দেশ মতোই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পুনেতে থাকবেন না। এ বিষয়ে রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত সফরে আসবেন, সে কারণেই তাঁদের উপস্থিতির প্রয়োজন নেই’। প্রসঙ্গত, পরীক্ষামূলক প্রয়োগ, নিরীক্ষণ এবং বিশ্লেষণের জন্য সেরামকে নিজের তৈরি কোভিশিল্ডের প্রস্তুতিতে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।