দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সমুদ্রের জলে ভেসে এসেছে সোনা আর তা তটের বালির মধ্যে চিকচিক করছে! স্থানীয় বাসিন্দাদের চোখ পড়তেই, তা কুড়োতে পৌঁছে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে। ঝড়ের পর জলের স্তর নামতেই, খোঁজ মিলেছে সোনার এমনটাই খবর। এক ধরণের হলুদ রঙের ধাতু পাওয়া যাচ্ছে উপ্পাড়া বিচে, যা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। কিন্তু তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এলাকার মানুষজন বিশ্বাস করেন, প্রত্যেকবারই কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। পূর্বেও এরকম ঘটনা ঘটেছে। তাই সাইক্লোন নিভার যাওয়ার পর, জলের স্তর কমলে মূল্যবান ধাতুর খোঁজে সোনা মিলেছে বলে খবর।
যদিও স্থানীয় প্রশাসন থেকে বার বার জানানো হয়েছে, ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না। কিন্তু ঝড়ের দাপট তখনও শেষ হয়নি। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস মেলাতে পৌঁছে গিয়েছিলেন পূর্ব গোদাবরীর তীরে। খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। তাই মত্স্জীবীদের অধিকাংশই এখন সমুদ্রের পারে এই আশাতে বুক বাঁধছেন যে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া মন্দিরের দেবতা তাদের নিরাশ করবেন না।