24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    এবারের জাপানের সাথে সম্মিলিতভাবে দেশীয় কোম্পানী তৈরি করবে ভারতের প্রথম বুলেট ট্রেন, জানালো রেল মন্ত্রক

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আত্মনির্ভর ভারত অভিযানে এবার সামিল বুলেট ট্রেন প্রকল্পও। আজ রেলমন্ত্রক জানিয়ে দিল দেশের বুলেট ট্রেনগুলির উত্‍পাদনের ক্ষেত্রে ৭২ শতাংশ বরাত পাবে দেশীয় কোম্পানিগুলিই। এই প্রসঙ্গে রেল জানিয়েছে মুম্বই-আহমেদাবাদের মধ্যে যে বুলেট ট্রেন ছুটবে, তা তৈরির দায়িত্ব পড়বে দেশীয় কোম্পানিগুলির ওপরেই।

    রেলমন্ত্রক সূত্রে খবর প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পের সঙ্গে এভাবেই যুক্ত হতে চান তাঁরা। এই প্রসঙ্গে রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেছেন ইতিমধ্যেই সিগন্যালিংয়ের কাজ, ব্রিজের টেকনিক্যাল কাজ বিভিন্ন ভারতীয় সংস্থাকে টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। অন্যদিকে, জাপানি কিছু সংস্থা টেলিকম ও রোলিং স্টকের কাজ শুরু করেছে।

    অ্যাসোচেমের এক ওয়েবিনারে যাদব জানান, ৫০৮ কিমি হাই স্স্পিড রেল করিডোরের প্রজেক্টে ধার্য করা হয়েছে ১.১০ লক্ষ কোটির বাজেট। মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য মোট ১,৩৭৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। যার মধ্যে গুজরাটে রয়েছে ৭২৪.১৩ হেক্টর ব‍্যক্তিগত মালিকানাধীন জমি। মহারাষ্ট্রে রয়েছে ২৭০.৬৫ হেক্টর। এর মধ্যে শুধুমাত্র পালঘর জেলাতেই রয়েছে ১৮৮ হেক্টর। ওই এলাকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের যা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকার সেই ক্ষতিপূরণ দেবে।

    ইতিমধ্যেই বলা হয়েছিল ২০২৩ সালে মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শেষ হবে। কিন্তু জমি অধিগ্রহণ ও অন্যান্য কাজের যা পরিস্থিতি তাতে সে প্রতিশ্রুতি রাখা সম্ভব হয় নি। এখনো টেন্ডার ও প্রস্তুত হয় নি। তাই এই প্রস্তাবিত প্রকল্পের কাজ শেষ হতে দেরি হবে বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের দায়িত্বে থাকা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির ৬৩ শতাংশ অধিগ্রহণ করতে পেরেছে।

    এই বুলেট ট্রেন প্রকল্পের আধিকারিকদের বক্তব্য, মহারাষ্ট্রের পালঘর এবং গুজরাটের নবসারির জমি এখনও অধিগ্রহণ করা হয়নি। তাছাড়া এই ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন গত বছর ৯টি সিভিল ওয়ার্কের দরপত্র নিয়েছিল। কিন্তু করোনা মহামারীর প্রকোপে ওই দরপত্র খোলা সম্ভব হয়নি।

    এই সংস্থার কর্তার মতে, প্রকল্পের উপর করোনার প্রভাব পড়ছে ফলে এর কাজ কতদিনে শেষ হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। যদিও পাশাপাশি তার বক্তব্য, ২০২৩ সালকে মাথায় রেখেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত মুম্বই আহমেদাবাদ এই বুলেট ট্রেন প্রকল্পটির সম্পুর্ণ দৈর্ঘ্য ৫০৮.১৭ কিলোমিটার।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...