দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২১ সালের জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে নতুন একটি পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর পলিউশন আন্ডার কন্ট্রোল বা পিইউসি (PUC) সার্টিফিকেটের বৈধতা না থাকলে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) বাজেয়াপ্ত করতে পারবে আঞ্চলিক পরিবহন দপ্তর।
একটি জাতীয় সংবাদমধ্যমে দেওয়া বিবৃতি অনুযায়ী, সড়ক পরিবহণমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট দফতর এবং বিভাগের কাছে এ ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালু করার আগে গত ২৭ নভেম্বর একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রক। তবে দেশ জুড়ে এই প্রক্রিয়া চালু হতে মাস দুয়েক সময় লাগতে পারে বলেই মন্ত্রক সূত্রে খবর।
কি হবে এই নতুন নিয়মে! পরিবহন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই গাড়ির যাবতীয় কাগজপত্র ব্যবহারকারী দ্বারা অনলাইন এ আপলোড করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবার এই নতুন সিস্টেম অনুযায়ী গাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য মোটর ভেহিকল ডেটাবেসের সঙ্গেযুক্ত সার্ভারগুলিতে আপলোড করা হবে। ফলে এই প্রক্রিয়ায় পিইউসি (PUC) সার্টিফিকেটের বৈধতা নেই, এমন যানবাহন রাস্তায় বের করা কঠিন হয়ে দাঁড়াবে।
যদি একান্তই না থাকে সে কাগজের সফট কপি তাহলে দূষণ সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের পর গাড়ির মালিকরা নিবন্ধিত (Registered) মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন। এবার পিইউসি (PUC) সেন্টারে বা দূষণ পরীক্ষা করার সেন্টারে ওই ওটিপি দেওয়ার পরই গাড়িটিকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
পরিবহন মন্ত্রকের প্রস্তাবিত প্রক্রিয়া অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো গাড়ির পিইউসি পুনর্নবীকরণ করা বাধ্যতামূলক। যদি কোনো চালক গাড়ির বৈধ পিইউসি সার্টিফিকেট সঙ্গে না রাখেন, তবে তাঁকে সাত দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে একটি বৈধ শংসাপত্র জমা করতে ব্যর্থ হলে গাড়ির আরসি বাজেয়াপ্ত করা হতে পারে।
এর পাশাপাশি কোনো গাড়ি থেকে অতিরিক্ত কালো বা সাদা ধোঁয়া বেরোতে দেখা গেলেই কর্তৃপক্ষ তা পরীক্ষা করানোর নির্দেশ দিতে পারেন। এ ক্ষেত্রেও নিজের গাড়ি হাতে পেতে মালিককে সাত দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই একই নিয়ম বাণিজ্যিক উদ্দেশে ব্যবহৃত (লড়ি, বাস, টেম্পো) গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য।