দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুদীর্ঘ ৭১ বছর পর নভেম্বর মাসেই ‘হাড় হিম’ করা ঠান্ডায় কাঁপছে দিল্লি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই নভেম্বরে দিল্লির গড় ন্যূনতম তাপমাত্রা ১০.২ ডিগ্রির কম। শেষ এই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৪৯ সালে।
১৯৪৯ সালের নভেম্বর মাসেও দিল্লিতে গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ১০. ২ ডিগ্রি সেলসিয়াস। সে বছরের ঠিক আগের একদশক আগে ১৯৩৮ সালে ছিল গড় তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবার ১৯৩১ সালের নভেম্বরে দিল্লিতে গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস ও ১৯৩০ সালে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে কয়েক দশকে দিল্লির গড় তাপমাত্রার হেরফের ২ থেকে ৩ ডিগ্রীর আশেপাশেই ঘোরাঘুরি করে। তবে এ বছরে লকডাউন থাকার জন্যে দূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। যা এই তাপমাত্রা কমার বিষয়ে সহায়ক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
দেখা গিয়েছে নভেম্বরে দিল্লির গড় ন্যূনতম তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। এই যেমন গত বছর গড় ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ এবং ২০১৬ সালে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছর উল্লেখযোগ্যভাবে নভেম্বরে চার দিন শৈত্যপ্রবাহ হয়েছে।
সাধরণত: আবহাওয়া দপ্তরের পরিভাষায়, পরপর দু’দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে বলা হয় শৈত্যপ্রবাহ হয়েছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের সূত্রে খবর দিল্লির ক্ষেত্রে এক দিনে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামলেই বলা চলে শৈত্যপ্রবাহ হচ্ছে। এই গত সোমবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা সত্যিই চিন্তার।