দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাড়ছে বাইক ট্যাক্সি ব্যাবহারের প্রবণতা সেই সঙ্গে ব্যক্তিগত বাইক ব্যাবহারের সংখ্যাও। এই মূহুর্তে করোনা পরিস্থিতিতে পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে যেতেই এই বিকল্প পথ বেছে নিচ্ছেন মানুষ। তবে গতি ও ভারসাম্য রক্ষার কারণে বাইক দুর্ঘটনা এমন কী মৃত্যু পর্যন্তও ঘটছে। প্রশাসনের তরফে বহুবার বহুরকমভাবে সচেতন করা হলেও মানুষের সচেতনতার অভাব রয়েছে। তবুও এই বাহন যাদের না হলেই নয়, তাদের জন্যে এবার নতুন নির্দেশিকা নিয়ে এল কেন্দ্রীয় পরিবহন দপ্তর।
কেন্দ্রের তরফে নতুন নিয়ম আনা হয়েছে যা সমস্ত বাইক চালকদের জন্যে অবশ্য মান্য। সেই নতুন নিয়মে জানানো হয়েছে যে, কেন্দ্রের নির্দেশ মত এবার থেকে বাইক চালকদের পরতে হবে বিশেষ ধরনের হেলমেট। আর সেই বিশেষ হেলমেট না পড়লেই দিতে হবে মোট অঙ্কের জরিমানাও। শুধু মাত্র BSI ছাপ যুক্ত হেলমেট ব্যবহার করতে হবে। অন্য কোনও হেলমেট ব্যবহার করলেই জরিমানা।


সরকারি নির্দেশিকাতে জানানো হয়েছে শুধু হেলমেট পড়াই নয় বিআইএস ছাপ ছাড়া হেলমেট তৈরি বা বিক্রি করাও যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল, তারাই কেন্দ্রকে এই নতুন নিয়ম বলবত্ করার নির্দেশ দিয়েছে। ওই কমিটিই সুপারিশ করে যে কেবল বিএসআই ছাপ হেলমেট ব্যবহার করতে হবে। কারণ এই হেলমেট যথেষ্ট হালকা ও টেকসই। যা মাথাকে হালকা রাখে এবং দুর্ঘটনার হাত থেকে বাইক চালককে বাঁচাতেও বিশেষ কার্যকরি।
অন্যদিকে সরকারি রিপোর্ট অনুসারে জানানো হয়েছে দেশে বছরে ১ কোটি ৭০ লক্ষ হেলমেট তৈরি করা হয়ে থাকে। ফলে এই নির্দেশিকা জারি হওয়ার পর অন্যান্য ব্র্যান্ডের হেলমেট তৈরি বন্ধ করতে হবে; পাশপাশি তা বিক্রি করাও যাবে না। আগামী বছরের জুন মাসের মধ্যে অন্যান্য হেলমেট উত্পাদন বন্ধ করতে হবে। এর ফলে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।