দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লিতে কৃষক বিক্ষোভের পারদ যত চরছে ততই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার। এর আগে কৃষি আইনের বিরোধীতা করে এনডিএ থেকে বেরিয়ে গ্যাছে অকালি দল। এবার গত চার-পাঁচদিন ধরে চলা কৃষি বিক্ষোভ ও দিল্লি-হরিয়ানা পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এনডিএ ছেড়ে বেরিয়ে হুমকি দিলেন রাজস্থানের সাংসদ ও রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের প্রধান হনুমান বেনিওয়াল।
হনুমান বেনিওয়াল দাবি করেছেন যে ইতিমধ্যেই কৃষক বিরোধী তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। সেই সাথে তিনি কেন্দ্রের কাছে অনুরোধও করেছেন দ্রুত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য। আজ বেনিওয়াল টুইট করেছেন, ‘গোটা দেশ জুড়ে কৃষকরা যেভাবে বিক্ষোভে সামিল হচ্ছেন। তাতে এক্ষুণি তিনটি কৃষি আইন প্রত্যাহার করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করার অনুরোধ করছি কেন্দ্রকে।’
প্রথম টুইটের পড়ে তাঁর দ্বিতীয় টুইটে বেনিওয়াল হুমকি দিয়ে বলেছেন, ‘এনডিএ-র শরিক আমরা। কিন্তু আমাদের দেশের শক্তি কৃষক এবং জওয়ানরা। তাই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হলে আমরা এনডিএ-র সঙ্গে থাকব কিনা ভেবে দেখব। কৃষকদের স্বার্থ সবার আগে দেখতে হবে।’


উল্লেখ্য, এর আগেই কৃষি আইনের প্রতিবাদে গত সেপ্টেম্বরেই শিরোমণি অকালি দল এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছিল। এবার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলও এনডিএ ছাড়ার হুমকি দিল। প্রসঙ্গত, গত রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেছিল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল।
অন্যদিকে আজ অমিত শাহ জানিয়েছেন তিনি ও কৃষি মন্ত্রী, বিক্ষুব্ধ কৃষকদের সাথে নি:শর্ত বৈঠকে রাজি হয়েছেন। আগামী কাল সে বৈঠক হওয়ার কথা। আগামী কালের সেই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে দেশ।