দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পাঞ্জাবের বহু ক্রীড়াবিদ কৃষক বিক্ষোভের সমর্থনে বললেন “অন্নদাতাদের উপর অত্যাচার বরদাস্ত নয়।” তাঁরা জানিয়ে দিলেন, কৃষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে নিজেদের পাওয়া যাবতীয় সম্মান, যাবতীয় সরকারি খেতাব ফিরিয়ে দেবেন। আর এই নৈতিক সমর্থনে সামিল প্রাক্তন ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন একাধিক পদ্ম পুরস্কারজয়ী এবং একাধিক অর্জুন পুরস্কারজয়ী।
জলন্ধরে গত শনিবার অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে ক্রীড়াবিদদের তরফে অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন ক্রীড়াবিদ সজ্জন সিং চিমা বলেন,”আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। ওঁরা বহুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছে। একটাও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু যখন ওঁরা দিল্লি যেতে চাইলেন, ওদের দিকে জল কামান দেগে দেওয়া হল! কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হল!” চিমার স্পষ্ট বক্তব্য, “এভাবে যদি আমাদের গুরুজনদের পাগড়ি খুলে দেওয়া হয়, তাহলে আমাদের এই পুরস্কার, এসব সম্মানের কোনও অর্থই হয় না। আমরা কৃষকদের আন্দোলনের পাশে আছি। আর এসব পুরস্কার চাই না।”


শনিবারের ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রেসলার কর্তার সিং, অলিম্পিকে সোনাজয়ী হকি খেলোয়াড় এবং অর্জুন পুরস্কার প্রাপক গুরমেইল সিং, প্রাক্তন হকি অধিনায়ক যাকে ভারতের ‘গোল্ডেন গার্ল’ বলা হত, সেই রাজবীর কৌরও উপস্থিত ছিলেন। আর ওই সাংবাদিক বৈঠক থেকেই ঘোষণা করা হয়েছে, পাঞ্জাবের মোট ১৫০ জন ক্রীড়াবিদ নিজেদের পদ্ম এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দেবেন। ওই বৈঠকে স্থির হয়েছে যে আগামী ৫ ডিসেম্বর তাঁরা রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং রাষ্ট্রপতির সামনে নিজেদের মেডেল এবং পুরস্কারগুলি সমর্পণ করবেন। পাঞ্জাবের হরিয়ানার ক্রীড়াবিদদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই কৃষকদের সাথে যদি কেন্দ্রীয় সরকরের বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে যে এই আন্দোলন একটি বৃহত্তম আন্দোলন হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।