25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ফেক ভিডিও প্রকাশ করার জন্যে বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্যকে সতর্ক করল টুইটার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই প্রথম কোনো ভারতীয় রাজনীতিবিদের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগআনলো টুইটার। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর পোস্ট করা একটি ভিডিয়োকে ‘ম্যানুপুলেটেড মিডিয়া’ বা ‘বিকৃত’ বলে তকমা দিয়েছে। উল্লেখ্য,কৃষি আইন নিয়ে চলা কৃষক আন্দোলনের একটি প্রতিবাদের ভিডিও বিকৃত করেছেন অমিত মালব্য।

    টুইটার তখন ই কোনো পোস্টকে ‘ম্যানুপুলেটেড মিডিয়া’ স্বীকৃতি দেয় যখন সত্যকে লুকোনোর জন্য কোনো ভিডিওকে নিজেদের মত করে এডিট করে পোস্ট করা হয়। আর সেক্ষেত্রে বিষয়টিকে ফেকনিউজ বা ফেকটুইট হিসেবে ইউজারদের জানানোর ‘পলিসি’ রয়েছে টুইটারের। গত দু একদিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি কৃষক বিক্ষোভের ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছে পুলিশ এক বিক্ষোভরত প্রবীণ কৃষককে লাঠি উঁচিয়ে মারতে যাচ্ছে।

    রাহুল গান্ধীর সেই ছবির পাল্টা মালব্য একটি ভিডিয়ো ক্লিপ টুইটারে পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে পুলিশকর্মীটি ওই কৃষককে মারছেন না। স্বাভাবিকভাবে মালব্য ভিডিয়োটি পোস্ট করতেই বিভিন্ন মিডিয়ার ফ্যাক্ট চেকিং দল এর ঘটনাটির সত্য অনুসন্ধান শুরু করে। আর সেই সত্য অনুসন্ধান করে প্রকাশ্যে আনা হয় রাহুল গান্ধীর সেই ছবির সমর্থনের পুরো ভিডিয়োটি। ওই ভিডিওতে স্পষ্ট প্রকাশিত, পুলিশকর্মীটি ওই বৃদ্ধকে বেধড়ক লাঠিপেটা করেছেন। আর এই ভিডিয়োটি ‘জেনুইন’।

    এই ভিডিওতে দেখা গিয়েছে দিল্লিতে চলা কৃষক আন্দোলনে বিক্ষোভরত অন্যান্য কৃষকদেরও মারছিলেন দুই নিরাপত্তা রক্ষী। তবে অমিত মালব্য সেই ভিডিও’র মধ্যখানের একটি অংশ বাদ দিয়ে পোস্ট করেছেন। আর সেই বাদ দেওয়া অংশে বৃদ্ধকে মারার ফুটেজ নেই। অর্থাত্‍‌ বিক্ষোভরত কৃষকদের উপর নিরাপত্তা রক্ষীরা কোনভাবেই বলপ্রয়োগ করেনি, এটাই প্রমাণ করতে চেয়েছিলেন মালব্য!

    অমিত মালব্য

    তবে এই ভাবে তথ্য বিকৃত করা অভিযোগ বিশ্বে নতুন নয়। এর আগে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক রাজনীতিবিদের টুইটকে আপত্তিজনক হিসেবে ফ্ল্যাগ করেছে টুইটার। এ বার সে ঘটনা প্রথম ঘটলো ভারতে। এমনিতেই বিরোধীরা দীর্ঘদিন ধরেই মালব্যর আচরণে ক্ষুব্ধ। এবার এই টুইটারের ‘ফ্ল্যাগ’ করার বিষয়টা যে কেন্দ্রের শাসক দলকে নতুন করে অস্বস্তিতে ফেলল সে কথা বলাই বাহুল্য।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...