29 C
Kolkata
Monday, March 27, 2023
More

    দেশজুড়ে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে নতুন দিশা, এগিয়ে এলো বিমানসংস্থা স্পাইসজেটের কার্গো সংস্থা স্পাইসএক্সপ্রেস

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। আজ সর্বপ্রথম অনুমোদিত করোনা ভ্যাক্সিন হিসেবে ফাইজারের ভ্যাকসিন তৈরি করল ইতিহাস। সর্বপ্রথম ব্রিটেনে এই ভ্যাকসিনকে গণ টিকাকরণে ব্যবহার করা হবে। অন্যদিকে এখনো করোনাভাইরাস ভ্যাকসিন তৈরিতে বিশ্বজুড়েই অব্যহত ট্রায়াল ও গবেষণা। আমাদের ভারতেও চলছে ভ্যাকসিন তৈরির কাজ। তবে ভ্যাকসিন অনুমোদন পেলেও তা দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের পৌঁছে দেওয়ার কাজ খুবই চ্যালেঞ্জিং। কারণ নিয়ন্ত্রিত তামপাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করতে ও তা সরবরাহ করতে হবে দেশের বিভিন্ন প্রান্তে। এবার এই সমস্যার সমাধানে ভারতীয় বিমানসংস্থা স্পাইসজেটের কার্গো সংস্থা স্পাইসএক্সপ্রেস এগিয়ে এলো। তারা জানিয়েছে সারা দেশে ভ্যাকসিন বিতরণে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তাদের সংস্থা প্রস্তুত।

    মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পাইসএক্সপ্রেস বলেছে যে ভ্যাকসিনের কার্যকারিতা বজায় রাখতে তাপমাত্রা সংবেদনশীলতার জন্য একটি নির্ভরযোগ্য, দ্রুত এবং সুরক্ষিত লজিস্টিক পার্টনার কে খোঁজা হচ্ছে। যারা কোল্ড চেইনের গুরুত্ব বোঝে। সংস্থাটি বলেছে যে তারা ‘স্পাইস ফার্মা প্রো’ নামে একটি পরিষেবা নিয়ে এসেছে যা ভ্যাকসিনের বিরামবিহীন পরিবহনের জন্য উপযোগী ও বিশেষ সহায়ক।

    See the source image

    এই প্রসঙ্গে স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানিয়েছেন যে লকডাউন শুরু হওয়ার পর থেকে স্পাইসজেট এবং স্পাইসএক্সপ্রেস সারা দেশে ও বিশ্বজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য ও চিকিত্‍সা সরঞ্জাম পরিবহনের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি বলেন “আমরা ক্রমাগত উদ্ভাবন করেছি, যাত্রীবাহী বিমানকে পণ্য পরিবহনে ব্যবহার করা হয়েছে, সিটে মাল বহন করা হয়েছ। আমরা ওষুধ, ভ্যাকসিন, রক্তের নমুনা এবং তাপমাত্রা-সংবেদনশীল কার্গো পরিবহনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

    উল্লেখ্য, পরিসংখ্যান বলছে গত মার্চ মাস থেকে স্পাইসজেট ৮৫ হাজার টন পণ্য পরিবহন করেছে,সেই সাথে লকডাউন চলাকালীন প্রয়োজনীয় ও চিকিত্‍সা সরবরাহ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অজয় সিং বলেন, “আমরা এখন বিশ্বব্যাপী অন্য সংস্থাদের কাছে সীমাহীন কোল্ড চেইন অপারেশনের জন্য প্রস্তাব দিয়েছি এবং আমি জানাচ্ছি যে স্পাইসএক্সপ্রেস নিয়ন্ত্রিত তাপমাত্রা (-৪০ ডিগ্রি-২৫ ডিগ্রি সেন্ট্রিগ্রেড) পর্যন্ত অত্যন্ত সংবেদনশীল ওষুধ এবং ভ্যাকসিন পরিবহনের ক্ষমতা রাখে।” তিনি যোগ করেন, “স্পাইএক্সপ্রেস করোনাভাইরাস ভ্যাকসিনসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল পণ্য সরাবরাহের বিশাল কাজের জন্য প্রস্তুত।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...