দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নিভারের পর এবার ‘বুরেভি’। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট(IMD) থেকে ‘অরেঞ্জ’ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু ও কেরলের দক্ষিণ উপকূলে। গতবারের মতোন এবারও সতর্কবার্তা জানিয়ে চরম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৬টি দল ছড়িয়ে গিয়েছে দুই রাজ্যে, তাদের আশঙ্কা শুক্রবার সকালেই উপকূলতটে আছড়ে পরবে এই ঘূর্ণিঝড়।
আইএমডি থেকে যে সতর্কতা ঘোষণা করা হয়েছে তাতে ঝড়ের সম্মুখে পরতে চলেছে রামানাথাপুরম জেলা এবং সেই ঝড় দ্রুত সরে আসবে কন্যাকুমারী অবধি। ‘বুরেভি’ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘ধিভেহি’ ভাষায় যার মানে হল ‘কালো ম্যানগ্রোভ’। আবওহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে বুধবার রাতেই শ্রীলঙ্কার উপকূল পেরিয়ে যাবে এই সাইক্লোন। বৃহস্পতিবার রাতের মধ্যে সেই ঝড় ঢুকে পরবে পামবান আর কন্যাকুমারীর মধ্যে, তখন ঝরের চোখ হবে পামবান। অবশ্য শুক্রবার রাতেই এই ঘূর্ণিঝড়ের অবসান হয়ে যেতে পারে বলেছে আইএমডি কিন্তু তারপরের মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।
শিভগঙ্গা, তিরুনেলভেলি, তেনকাশী আর কন্যাকুমারী থেকে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেরলের চারটি জেলাতে জানানো হয়েছে রেড অ্যালার্ট, রাজ্য প্রশাসন সেই মতো ২৮৪৯টি রিলিফ ক্যাম্পের বন্দোবস্ত করেছে। আশঙ্কা করা হচ্ছে এই ঝড়ের সময় হাওয়ার বেগ থাকবে প্রতি ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার, যা সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছতে পারে। এর আগে নিভারের জন্য বঙ্গের আকাশ যেরকম মেঘাচ্ছন্ন হয়েছিল সেই পরিস্থিতি আবার তৈরি হয় কিনা সেটাই দেখার।