দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই) আজ দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়ে জানিয়েছে যে আগামী ৪ জানুয়ারি থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য তারা আংশিকভাবে স্কুল খুলতে চায়। প্র্যাক্টিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের মতো বিষয়গুলিকে মাথায় রেখেই এই আবেদন করা হয়েছে।
আজ কাউন্সিল তাদের একটি বিবৃতিতে এও আশ্বস্ত করেছে কোভিড বিধি মেনেই স্কুল খোলা হবে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছাড়াও মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও এই কাউন্সিল চিঠি লিখেছে। তাদের এই চিঠিতে আগামী বছরের এপ্রিল এবং মে মাসের মধ্যে কোথায়, কবে নির্বাচন রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালের আইসিএসই (ICSE) এবং আইএসি (IAC) পরীক্ষার সূচি তৈরির জন্য আগাম প্রস্তুতি সেরে ফেলতে চাইছে কাউন্সিল।
আরও পড়ুন: “এই পান্তাভাত খাওয়া, মুড়ি খাওয়া ছেলেটা আপনাদের জন্য লড়বে”: গড়বেতার সভায় শুভেন্দু অধিকারী
একটি প্রেস বিবৃতিতে সিআইএসসিই-র সেক্রেটারি জেরি অ্যারাথুন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, দশম এবং দ্বাদশ শ্রেণীর যারা বোর্ড পরীক্ষায় বসতে চলেছে, তাদের ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে সম্ভব নয়। তাই অন্তত তাদের কেরিয়ারের কথা ভেবে স্কুলে আসতে দেওয়া হোক। এছাড়া অনলাইন ক্লাসের পরও নানা বিষয় নিয়ে অনেকের বোঝার সমস্যা থেকে যাচ্ছে। তাদের সেই সংশয় দূর করার জন্যও স্কুলে আসা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে শিক্ষকরাও এবার ক্লাসে যোগ দিন। নির্দিষ্ট কোভিডবিধি মেনে ক্লাস করার বিষয়ে স্কুলগুলিকেই দায়িত্ব নিতে হবে বলেও কাউন্সিলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে শিক্ষাদপ্তর এ বছর স্কুল, কলেজ খুলবে না বলে জানিয়ে দিয়েছে। মহামারী আবহে গত ২৫ মার্চ লকডাউন ঘোষণার পর থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। অনেক স্কুলে অনলাইন পড়াশোনাও শুরু হয়েছে। এখন এই পরিস্থিতিতে কাউন্সিলের এই চিঠির জবাবে পশ্চিমবঙ্গ সরকার কী বলে সেটাই দেখার।