দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী ২৪ ডিসেম্বর একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন , বিশ্বভারতীর সমাবর্তন এবং পৌষ উৎসবের উদ্বোধনের পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন তিনি। উল্লেখ্য বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর রাজনৈতিক দিক দিয়ে নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ।


উল্লেখ্য, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের কাজ। এবার প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে এই মেট্রো প্রকল্পের। জানা গেছে মেট্রোর উদ্বোধনের পাশাপাশি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেও যাবেন তিনি।
আরো পড়ুন: সৌগত উবাচে উত্ফুল্ল তৃণমূলের রাত ফুরতেই হত আশা, শুভেন্দু আবার বেঁকে বসলেন
অপরদিকে এবছর করোনা মহামারীর জেরে বাতিল হয়েছে পৌষ মেলা । তবে ছোট করে পালিত হবে পৌষ উৎসব। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদীকে আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন। ৭ পৌষ সেই অনুষ্ঠানে যোগ দেবেন মোদী।যদিও প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পূর্ণ নির্ঘন্ট এখনও জানানো হয়নি।