দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকালই ব্রিটেন ঘোষণা করেছে যে আগামী সপ্তাহেই ব্রিটেনে ‘গণটিকাকরণ’ শুরু হয়েছে। ফাইজার-বায়নটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা প্রথম অনুমোদিত করোনা টিকা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। আর এই ঘোষণা মাত্রই বহু ভারতীয় খোঁজ খবর নিচ্ছেন ব্রিটেনে গিয়ে টিকা নেওয়া যায় কিনা! আর এ কথা জানিয়েছে দেশের বিভিন্ন বিখ্যাত পর্যটন সংস্থাগুলো।
ট্রাভেল এজেন্সি সূত্রে খবর, তাদের দপ্তরে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছেন ব্রিটেনে গিয়ে কিভাবে টিকা নেওয়া যায় সে বিষয়ে তথ্য চাই। অনেকে এও অনুরোধ করেন যে, সত্বর যেন তাঁদের ব্রিটেন যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়। আর এই সুযোগে ‘ঘোলা জলে মাছ ধরতে’ বেরিয়ে পরেছেন অনেক সংস্থা। তারা ইতিমধ্যে ভারতীয়দের জন্য তিন দিনে লন্ডন বেড়ানোর প্যাকেজ নিয়ে হাজির। যদিও গোপন সূত্রে খবর সেই সব এজেন্সির উদ্দেশ্য আসলে বেড়ানোর নেপথ্যে করোনার টিকা’র ব্যবস্থা করে দেওয়া।
উল্লেখ্য মুম্বইয়ের এক পর্যটন সংস্থার কর্তার মতে, বহু মানুষ এসে জিজ্ঞেস করছেন, লন্ডনে কোন সময়ে গেলে টিকা পাওয়া যাবে। কীভাবে সেটা সম্ভব হচ্ছে, তাও অনেকে জানতে চাইছেন। তবে বেড়াতে গিয়ে টিকা নিয়ে আসা সম্ভব নয়। মুম্বইয়ের ওই পর্যটন সংস্থার কর্তার মতে, ‘অনুসন্ধান করতে আসা লোকজনকে বলেছি, ভারতীয়রা সেখানে টিকা পাবেন কি না এটা এখনই বলা সম্ভব নয়। কারণ ব্রিটিশ সরকার আগেই ঘোষণা করেছে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে তাঁদের টিকা দেওয়া হবে, যাঁদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।’
তবে অধিকাংশ পর্যটন সংস্থার মতেই বিদেশী ভ্রমণকারীদের কে টিকা দেওয়ার মত পরকলপনা ব্রিটিশ সরকার ঘোষণা করে নি আর এই টিকা নিতে হবে দুটি ডোজে, সেটাই ২৮ দিন অন্তর। সুতরাং সেই হিসেবে ১ মাসের বেশি সময়ের ভিসা নিয়ে যেতে হবে। সেই বিপুল খরচ কজন বহন করতে পারবেন সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি। যারা হুজুগে লাফালাফি করছেন।