দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় লক্ষ লক্ষ কৃষক রাজধানী ঘেরাও করেছেন। এরই মধ্যে দু-দফা বৈঠক হযে গিয়েছে তবুও মেলেনি কোনো সমাধান সুত্র। আগামী কাল রয়েছে আর এক দফা বৈঠক। আর এর মধ্যে এফআইআর দায়ের করা হলো এআইকেএস সাধারণ সম্পাদক হান্নান মোল্লার বিরুদ্ধে। যিনি এই মূহুর্তে সর্বভারতীয় কৃষকসভার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছেন।


তাঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা নিশ্চিত করেন হান্নান বাবু নিজেই। তিনি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার প্রাক্তন সিপিআইএম সাংসদ। এই মূহুর্তে দিল্লিতে আছেন। তিন ও তাঁর দল এই মূহুর্তে সারা ভারত কৃষকসভার নামক কৃষক সংগঠনের নেতৃত্বে চলা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতারও নেতৃত্ব দিচ্ছেন। হান্নান মোল্লা সহ বিভিন্ন সংগঠনের নেতারা দিল্লি ও হরিয়ানার সীমানায় ক্রমাগত অবরোধ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, কৃষক বিক্ষোভ ও রাজধানী ঘেরাও আজ অষ্টমদিনে পরেছে। সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির দফায় দফায় আলোচনা ব্যর্থ। কোনওভাবেই কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইন মানতে নারাজ কৃষকরা। ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি কৃষক দিল্লির কাছে এসে অবস্থান করছেন।


শুধু দিল্লি নয়, সেই সাথে হরিয়ানা, উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ছড়িয়েছে বিক্ষোভ। সেই রেশ গিয়ে পড়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বিক্ষোভরত কৃষকদের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, এই কৃষক আইন বাতিল না হলে দিল্লি ঘেরাও চলবেই। আরও জোরদার হবে এই বিক্ষোভ।