28 C
Kolkata
Wednesday, March 29, 2023
More

    একদিনে জোড়া ধাক্কায় খসে পড়ল ‘পদ্মফুলের’ দুই পাপড়ি! মহারাষ্ট্র ও হায়দ্রাবাদে বড় বিপর্যয় গেরুয়া শিবিরে!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হায়দরাবাদে সাড়া জাগিয়েও এই মূহুর্তে ৩ নম্বরে গেরুয়া শিবির। সেই সাথে মহারাষ্ট্র থেকেও এলো খারাপ খবর। এক কথায় আজ দিনে দুটো বড় ঝটকা গেরুয়া শিবিরের জন্যে। মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই হেরেছে বিজেপি। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ হায়দ্রাবাদ পুরসভা দখল করতে বিজেপি এবার মরিয়া। সংখ্যালঘু ভোটের দিকেই নজর ছিল বিজেপির শীর্ষস্তরের নেতৃত্বদের। আজ গণনার শুরুতে হায়দ্রাবাদ শহরের ১৫০টি পুরসভা আসনে চমক দিয়েই এগিয়ে যায় বিজেপি। অন্যদিকে কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন TRS বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং AIMIM বা আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নিশ্চিতভাবেই চিন্তায় পড়ে গিয়েছিলো। একসময় ‘ম্যাজিক সংখ্যা’ ৭৬ আসনও পেরিয়ে গিয়েছিলো বিজেপি। কিন্তু বেলা গরিয়েছে আর বিজেপি’র অধ:পতন লক্ষ্য করা গিয়েছে।

    অন্যদিকে গত বছরই মহারাষ্ট্রে ক্ষমতা হাতছাড়া হয়েছিল বিজেপি-র। আর এবছর বিধান পরিষদে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট ‘মহাবিকাশ অঘড়ি’-র কাছে ফের বিপর্যস্ত গেরিউয়া শিবির। উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতেই বিধান পরিষদের ওই আসনগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। এমনকি নিজেদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত নাগপুরেও বিজেপি-কে হারতে হয়েছে। যে আসন থেকে একসময় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকরি নির্বাচিত হয়েছেন সেখানেও ভরাডুবি। এমনকি পুণেতে দেবেন্দ্র ফড়নবিশ, চন্দ্রকান্ত পাটিলের মতো বিজেপি নেতারা প্রচারে গিয়েও নৌকাকে বাঁচিয়ে তুলতে পারলেন না।

    এই পরাজয় প্রসঙ্গে বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ স্বীকার করেছেন যে, ‘তিনটি দলের সম্মিলিত শক্তি বুঝতে তাদের কোথাও ভুল হয়েছিল। যে কারণে যাবতীয় হিসেব পাল্টে গিয়েছে। ঔরঙ্গাবাদ এবং পুণেতে স্নাতকদের দ্বারা নির্বাচিত আসনগুলিতে জয়ী হয়েছেন এনসিপি-র দুই প্রার্থী৷ কংগ্রেস জয়ী হয়েছে দু’টি আসনে৷ একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী। তবে অবাক হলেও সত্য যে শিবসেনা একটি আসনেও জিততে পারে নি। এমনকি অমরাবতীতে নির্দল প্রার্থীর কাছে হেরে গিয়েছেন শিবসেনা প্রার্থী।

    মহারাষ্ট্র বিধানসভার উচ্চ কক্ষ বিধান পরিষদে মোট ৭৮টি আসন রয়েছে। তার মধ্যে সাতটি আসনে প্রার্থীদের নির্বাচিত করেন স্নাতক এবং শিক্ষকরা। এবারেও সে আশংগুলির জন্যে প্রায় ১২ লক্ষ শিক্ষক এবং স্নাতকরা ভোট দিয়েছেন। তাই দেশের শিক্ষিত অংশের হাত ধরে আসা এই নির্বাচনের ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    অন্যদিকে হায়দ্রাবাদে, ২০১৬ সালে হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ৯৯ আসনে TRS জয়ী হয়েছিল। ওয়াইসির AIMIM পেয়েছিল ৪৪ আসন। আর বিজেপি কোনওক্রমে জিততে পারে মাত্র ৪টি আসনে৷ কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টি যথাক্রমে ২টি ও ১টি আসন পেয়েছিল। এবারেও যে ফলাফল সেদিকেই এগোচ্ছে সেকথা বলাই বাহুল্য। তবে বিশেষজ্ঞরা মনে করছেন গোঁড়া হিন্দুত্ববাদের প্রচার ও সেই সাথে আবেগ জড়ানো শহরের নাম পরিবর্তন করা নিয়ে যেভাবে বিজেপির সর্বভারতীয় নেতারা লম্ফ ঝম্ফ করেছেন সেটাই ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। তাই অনেকেরই মত আদতে যোগী-শাহ-নাড্ডা বিজেপির জন্যে শেষমেষ গাড্ডাই খুড়লেন! এই প্রতিবেদন লেখার মূহুর্তে টিআরএস ইতিমধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছে। এই মূহুর্তে গণনা চলছে, টিআরএস বর্তমানে ৭২টি আসনে এগিয়ে আছে, অন্যদিকে এআইএমআইএম বনাম বিজেপি দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...