দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রহস্যজনক রোগে নতুন আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশে। দক্ষিণের এই রাজ্যের ইলুরুতে এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। অসুস্থ প্রায় ৩০০ জন। পশ্চিম গোদাবরী জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, “চিকিত্সার পর ১৪০ জনের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কি রোগ তা জানা যাচ্ছে না।” অজানা রোগ নিয়ে অন্ধ্র্রের স্বাস্থ্যসচিব নিলাম সাওহানের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। রোগের পরিস্থিতি সম্পর্কে সবিস্তার খবর নেন তিনি। যে কোনও প্রয়োজনে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্য করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
আরো পড়ুনঃ সুশান্ত ঘোষ ‘ব্যাক ইন ট্র্যাক’, বিরোধী শিবিরে মিশ্র কটাক্ষ! কিসের এত ভয় তৃণমূলের!
আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে রাজ্যপালের দফতরের সঙ্গেও যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই রোগ কিসের থেকে হচ্ছে, সে ব্যাপারে এখনো কিছু বলতে পারছে অন্ধ্রের সরকারি স্বাস্থ্যদপ্তর। শুধু দেখা যাচ্ছে, মানুষজনের গা গুলোচ্ছে ও তারা ফিট হয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়ছেন।
রোগীদের রক্ত পরীক্ষা ও সিটি স্ক্যান করানো হলেও এই অজানা রোগ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু বলতে পারছে না ডাক্তাররা। রোগীদের সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড টেস্টের রিপোর্টও স্বাভাবিক এসেছে। কালচার টেস্টের রিপোর্ট হাতে এলে হয়তো রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন চিকিত্সকরা।
জেলার যুগ্ম কালেক্টর হিমাংশু শুল্কা জানিয়েছেন, “ই-কোলি পরীক্ষার রিপোর্টের জন্যও অপেক্ষা করা হচ্ছে। রোগের কারণ জানতে হায়দরাবাদের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির’ বিশেষজ্ঞ বিজ্ঞানীরা সোমবার ইলুরু যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।” ইলুরু পুরনিগমের অফিসে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইলুরুতে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কমিশনার কাটামানেনি ভাস্কর। রোগীদের সঙ্গে শীঘ্র দেখা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও।