দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কনৌজ জেলায় ‘কিষাণ যাত্রা’ করার কথা ছিল সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। সেই যাত্রা রুখতে লক্ষ্ণৌতে তাঁর বাসভবনের রাস্তা বন্ধ করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। অগত্যা নিজের বাড়ির কাছেই কৃষকদের সমর্থনে অবস্থান বিক্ষোভ করছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাকে আটক করলো পুলিশ।
ঠিক ছিল, থাথিয়া থেকে কনৌজের তিরৌয়া পর্যন্ত ১৩ কিলোমিটার পদযাত্রা করবেন সমাজবাদী পার্টি প্রধান আর তার কর্মীরা। এর পর উত্তরপ্রদেশের সব জেলাতেই কৃষকদের সমর্থনে পদযাত্রা করবেন দলীয় কর্মীরা। তার আগে এদিন সকালে লক্ষ্ণৌয়ের বিক্রমাদিত্য মার্গে অখিলেশের বাড়ির সামনে ব্যারিকেড করে পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে অখিলেশ এবং তাঁর দলের সমর্থকরা বেরোতে চাইলে বাধা দেয় পুলিশ। তখন সেখানেই বসে পড়েন অখিলেশরা। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মাথায় সকলের সমাজবাদী পার্টির প্রতীক লাল টুপি।
সেখান থেকেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সহ বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। শুধু লক্ষ্ণৌ নয়, এলাহাবাদ সহ বিভিন্ন জায়গা থেকে সপা কর্মীদের পুলিশ আটক করেছে। উত্তরপ্রদেশ সরকার আগেই জানিয়েছিল, কোভিড সংক্রমণ রোখার জন্যই কিষাণ যাত্রায় অনুমতি দেওয়া হয়নি। কনৌজের জেলাশাসক রাকেশ মিশ্র জানালেন, এক জায়গায় এত জন এক সঙ্গে জড়ো হলে কারও উপকার হবে না। আগেই এই বিক্ষোভের পরিকল্পনা বাতিল করার কথা বলা হয়েছিল।
সপা এই কোভিডের যুক্তি মানছে না। এদিন সকালে টুইটারে দু’টি উর্দু লাইন লেখেন অখিলেশ। তার অর্থ, “যেখানেই তাকাবে, মানুষ তোমার বিরুদ্ধে? ওহে স্বেচ্ছাচারী, আর কত জনকে ধরবে?”