দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিক্ষুব্ধ কৃষক সংগঠন ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল ঘোষণা করা হয়েছে। আজ সকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত ।
উল্লেখ্য, মঙ্গলবার কৃষক নেতাদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় কোনও সমাধানসূত্র মেলেনি। আর তার জেরে কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করানো তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই এখনো অটল রয়েছেন কৃষকরা। যদিও কেন্দ্রের তরফে এই বিষয়ে খসড়া পাঠানোর পরে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।
এ দিন টিকাইত বলেন, “কেন্দ্র আমাদের খসড়া পাঠানোর পরে বৈঠকের আয়োজন করা হবে। সেখানে এই খসড়া নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি আজ বিকেল ৪-৫টার মধ্যে সব কিছু পরিষ্কার বোঝা যাবে।”
অন্যদিকে সর্বভারতীয় কৃষক সভার সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছিলেন,”তারা (সরকার) বলেছে তারা আজ লিখিতভাবে কিছু পাঠাবে। আমরা তাদের বলেছি যে যদি এটা লিখিতভাবে হয়, আমরা বিষয়টি খতিয়ে দেখব। আজ দুপুর ১২টায় আমাদের মিটিং আছে। একটি বৃহত্তর কমিটি এ নিয়ে আলোচনা করবে”
কিন্তু আজ এই বৈঠক বাতিল হওয়ার পড়ে হান্নান মোল্লা সংবাদ মাধ্যমকে জানান যে “যদি সংশোধনীতে লেখা থাকে, তাহলে আমাদের অবস্থান খুব পরিষ্কার। যদি এটা বিল বাতিল বিষয়ক হয়, তাহলে আমরা তা লক্ষ্য করতে পারি এবং বিবেচনা করতে পারি। যদিও সেই বৈঠক (কেন্দ্রের সঙ্গে আজকের বৈঠক) বাতিল করা হয়েছে। তবে যদি চিঠি আসে এবং আমরা সেটাকে ইতিবাচক মনে করি, তাহলে আগামীকাল এই সভা অনুষ্ঠিত হতে পারে।”