দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা যখন দেশ দুনিয়াতে তান্ডব করে চলেছে। ২০২০ সালের প্রত্যেকটি দিন যখন মানুষকে করোনা বিধির শাসনে পথ চলতে হচ্ছে। তখন ভারতবর্ষের একটি অঞ্চল নাকি করোনাহীন!
না না কেরালা নয়, সেটি হল লাক্ষাদ্বীপ। এই কেন্দ্রশাসিত অঞ্চলে অবাধে চলছে স্কুল, রাস্তায় চলাচল, অনুষ্ঠান আর মুখে দিতেও হচ্ছে না মাস্ক। কিন্তু কেন? লাক্ষাদ্বীপ তো একেবারে জনশূন্য প্রান্তর নয় বা বিচ্ছিন্ন নয়।
আরো পড়ুনঃআশঙ্কাই সত্য! ফাইজার টীকা নেবার পরেও থেকে যাচ্ছে সংক্রমণের আশঙ্কা, অপেক্ষা মার্চ অবধি
কেন এই প্রশ্নের জবাব দিয়েছেন কাভারাত্তি যা হল লাক্ষাদ্বীপের রাজধানী ও মূল শহর, তার সাংসদ মহম্মদ ফায়জল। তিনি বলছেন যে, কাভারাত্তি প্রবেশের আগে সকলকে সাত-দশ দিনের কোয়ারান্টিন কাটিয়ে আসতে হচ্ছে কোচি থেকে। কোচি থেকে কাভারাত্তি ও লাক্ষাদ্বীপের বাকি উপকূলীয় শহরের দূরত্ব প্রায় ২২০-৪০০ কিলোমিটার।
আর এই প্রকল্প তারা চালাচ্ছেন বছরের গোড়া থেকেই। তাই সারা বছরে কখনোই করোনা থাবা বসাতে পারেনি এখানে। আর এই করোনাবিধি পর্যটক থেকে নেতামন্ত্রী সকলের জন্য জারি করেছে স্থানীয় প্রশাসন। তাই কাভারাত্তির রাস্তাঘাট স্বাভাবিক। দেশের ভেতরেই যেন এক অন্যছবি আর করোনা নিয়ন্ত্রণের অন্য ছবি দেখা যাচ্ছে এখানে।