দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আপনার ভোটার আইডি কার্ড (Voter ID Card ) এবার আধার কার্ডের (Aadhaar Card) মতোই ডিজিটাল হতে চলেছে। এই বিষয়ে দেশের নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত মিললেই দ্রুত কাজ শুরু হওয়ার কথা চলছে। আর এক্ষেত্রে ভোটাররা নিজেই অনলাইন এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) এই বিষয়ে গোটা কর্মকাণ্ডের অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলেছে। একবার কেন্দ্র-রাজ্যের সরকারের শীলমোহর পড়লেই ভোটারা এই সুবিধা পেয়ে যাবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন ভোটাররা প্রথম থেকেই এই সুবিধা নিতে পারেন। আর পুরনো ভোটারদের এই সুবিধা পেতে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সে জন্যে ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ।
এখনো যা খবর তাতে, নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের করলে তা কর্তৃপক্ষের অনুমোদনের পরেই, সেই আবেদনকারী সেটি এই ‘ডিজিটাল ফরম্যাটে’ পাবেন। আর এই ক্ষেত্রে আবেদনকারীর রেজিস্ট্রার হওয়া মোবাইল নম্বর অবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। যেমনটি আধার কার্ড এর ক্ষেত্রে হয়ে থাকে।


উল্লেখ্য, এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বা EPIC-তে দুটো ভিন্ন QR কোড থাকবে। যেখানে একটি QR কোডে থাকবে ভোটারের নাম ও আরেকটি QR কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য। সব কিছু ঠিকঠাক থাকলেই ২০২১ এর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে যাবতীয় কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে এক্ষেত্রে শুধু দেশের ভোটাররা নয়, কর্মসূত্রে বিদেশে থাকা ভারতীয় নাগরিকরাও এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।