দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা আবহের মধ্যেই কেরালায় চিন্তা বাড়ালো নতুন প্রজাতির ম্যালেরিয়া “প্লাজমোডিয়াম ওভাল।”সুদূর সুদান থেকে আসা এক সেনা জাওয়ানের দেহে প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তাঁর থেকেই কেরলের কুন্নুর জেলায় এই বিরল প্রজাতির ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে।তবে বর্তমানে তিনি কুন্নুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। একথা বৃহস্পতিবার ট্যুইট করে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
এদিন ট্যুইট করে তিনি জানান,”রাজ্যে প্লাসমোডিয়াম ওভাল নামে এক নতুন প্রজাতির ম্যালেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। এক সেনা জাওয়ানের দেহে মিলেছে এই ম্যালেরিয়ার সন্ধান।তিনি সুদান থেকে ফিরেছিলেন। কুন্নুর হাসপাতালে এই রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে।”
তবে স্বাস্থ্যমন্ত্রী এদিন সকলকে আশ্বস্ত করে জানান,এই রোগে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে এই রোগের প্রকোপ থেকে বাঁচতে প্রথমেই সতর্ক হতে হবে এবং যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই রোগ দ্রুত বিস্তার লাভ করবে।
আরো পড়ুন:এক চিলতে কাগজ তাতেই ধরা পড়বে করোনা! বাংলার ছেলের অবাক আবিষ্কার!
জানা গেছে বিরল প্রজাতির এই ম্যালেরিয়ার নেপথ্যে ৫ রকমের প্রটোজয়া রয়েছে।সেগুলি হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিমাস ফ্যাসলিপারম,প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম নোলেসি, প্লাজমোডিয়াম ওভাল।