দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কেন্দ্রীয় সরকার এবার পরিবর্তন আনলো পোস্ট অফিসে টাকা জমার রাখার নিয়মে। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ জানানো হয়েছে যে এবার থেকে অ্যাকাউন্ট এ ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। নচেৎ দিতে হবে জরিমানা। এই নির্দেশিকাতে ডাক দফতর জানিয়েছে, ১১ ডিসেম্বর অর্থাৎ আজকের মধ্যে যাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা ব্যালেন্স নেই, তাদের এর পরে টাকা জমা করলে সেখান থেকে ১০০ টাকা ও তার ওপর জিএসটি কেটে নেওয়া হবে।
প্রসঙ্গত: পোস্ট অফিসে বর্তমানে চার শতাংশ করে সুদ দেয়। আর অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ৫০০ টাকা লাগে। এই নতুন নিয়ম অনুযায়ী, ন্যূনতম ৫০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে। এর পরবর্তী ক্ষেত্রে দশ টাকার কম ডিপোজিট করা যাবে না। টাকা তুলতে গেলে কমপক্ষে ৫০ টাকা তুলতে হবে। যদিও ডিপোজিটের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই। যদি কোনও গ্রাহক টাকা তুলতে যান, যেখানে তাঁর ব্যালেন্স ৫০০-র নিচে চলে যাচ্ছে, তাহলে সেটির অনুমতি দেওয়া হবে না। অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হয়ে গেলে সেই অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: এবার মাত্র ১০ টাকার কমেই হাইস্পীড নেট! লাগবে না ‘সিম কার্ড’ ও! ছাড় মিলল কেন্দ্রের
ডাকের হিসেবে মাসের দশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সবচেয়ে কম ব্যালেন্সের ওপর এই সুদের হিসেব করা হবে। তবে মাসের দশ থেকে মাসের তিরিশ তারিখের মধ্যে ব্যালেন্স ৫০০-র কম হয়ে গেলে কোনও সুদ দেওয়া হবে না। অর্থবছরের শেষে পুরো সুদটি অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে।
তিন বছর ধরে অ্যাকাউন্টে কোনও টাকা জমা বা তোলা না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর সেই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টকে ফের নতুন করে চালু করার জন্য আবার পোস্ট অফিসে গিয়ে কেওয়াইসি (KYC) করাতে হবে ও পাসবুক আপডেট করাতে হবে।