দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: যে ব্যাক্তিকে কেন্দ্র করে এই মূহুর্তে কেন্দ্র -রাজ্য সংঘাত চরমে। এখন তিনিই পড়লেন করোনা’র আক্রমণে। বাংলা থেকে সফর শেষ করে ফিরেই করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্প্রকাশ নাড্ডা। আজ ট্যুইটারে নাড্ডা নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা সকলের সাথে শেয়ার করেছেন।
নাড্ডা লিখেছেন, “আমার শরীরে করোনার প্রাথমিক লক্ষণগুলি দেখা যাচ্ছিল। এর পরেই আমি পরীক্ষা করাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সামগ্রিক ভাবে আমার শরীর ঠিক রয়েছে। চিকিত্সকদের পরামর্শে হোম আইসোলেশনে থাকছি। সমস্ত নির্দেশ পালন করছি। আমার অনুরোধ গত কয়েকদিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোয়ারেন্টাইনে চলে যান। আর অবশ্যই করোনা পরীক্ষা করান।”
উল্লেখ্য, গত ১০ ও ১১’ই ডিসেম্বর জেপি নাড্ডা এই রাজ্যে রাজনৈতিক সফরে এসেছিলেন । প্রথমদিন ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযান এবং হেস্টিংসে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। সেখানে তাঁকে ঘিরে জনস্রোত ও ভিড় হতে দেখা যায়। এর পরের দিন, ডায়মণ্ডহারবারে জেপি নাড্ডার সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পূর্বনির্ধারিত সভায় যাওয়ার পথে জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে ইটবৃষ্টি হয়।
আরও পড়ুন: ১৯৫৪ সালের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (ক্যাডার) রুলস অনুযায়ী কেন্দ্রের নির্দেশ মেনে চলতে বাধ্য রাজ্য!
আর বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যপালের রিপোর্ট তলব করা হয়। সেই রিপোর্ট এ অসংগতি থাকায় ফের তলব করা হয়েছে মুখ্যসচিব ও ডি জি কে। সেই তলবে নবান্নের না থাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অজয় ভাল্লাকে চিঠি লেখেন। আর এর পরই ডেপুটেশনে ডাকা হয় নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস-কে। আর এতেই ক্রমে রাজ্য কেন্দ্র সংঘাত চরমে । আর এর মধ্যেই মিলল নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবর।