দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টি আর পি কেলেঙ্কারিতে এবার রিপাবলিক টিভির সিইও বিকাশ কাঞ্চনদানিকে গ্রেফতার করল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই পর্যন্ত এই মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হল। মুম্বাই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ” ঘটনায় কাঞ্চনদানির বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে এবং এই ঘটনায় পূর্বে গ্রেফতার হওয়া রিপাবলিক টিভির ডিস্ট্রিবিউশন হেড ঘনশ্যাম সিংয়ের সাথে তার যোগসূত্র মিলেছে।”
আরও পড়ুন: অনুমোদন পেল ভারতের প্রথম এমআরএনএ (mRNA) করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন
সম্প্রতি রিপাবলিক টিভির মালিক এআরজি আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই সংস্থার কর্মীদের নিরপত্তা চেয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। তার পরই গ্রেফতার করা হয় বিকাশকে। রবিবারই তাঁকে আদালতে তোলা হয়।
আদালতে অভিযোগকারীর অভিযোগ, মানুষকে টাকা দিয়ে বেশিক্ষণ রিপাবলিক টিভির অনুষ্ঠান দেখানোর জন্য রাজি করাতো চ্যানেল কর্তৃপক্ষ। গোটা ঘটনাটি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে।