দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কৃষি আন্দোলন আজ ১৮’ তম দিনে পড়েছে। এখনো মেলেনি সমাধান সূত্র। এই বিষয়ে কৃষক ইউনিয়নের নেতা শিব কুমার শর্মা কাকাজি বলেছেন যে গত ৮’ই ডিসেম্বর আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের কে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে শাহ এও বলেছেন যে, কেন্দ্র কৃষকদের সাথে পরামর্শ না করে ভুল করেছে।
কাকাজি, যিনি এর আগে ২০১৬ সালে মধ্যপ্রদেশের মন্দসৌরে একটি বড় মাপের কৃষক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেন: “স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আলোচনায় অংশ নিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, আইন প্রয়োগের আগে কৃষকদের সঙ্গে আলোচনা না করে সরকার ভুল করেছে।”
এদিন আলোচনা ভেঙ্গে যাওয়ার একদিন আগে কৃষক এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কি ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিয়ে কাকাজি বলেন, শাহ তাদের বলেন যে সরকার কৃষকদের দ্বারা উত্থাপিত বিষয়ের প্রতি সংবেদনশীল এবং সরকার সংশোধনীর এই প্রস্তাব নাকচ করে প্রস্তাবের একটি আনুষ্ঠানিক দলিল পাঠাবে। কাকাজি সাংবাদিকদের বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে আমরা সংশোধনীতে আগ্রহী নই, বরং তিনটি আইনই বাতিল করতে চাই।”
আরও পড়ুন: কাল সিংঘু-দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সাথেই অনশনে বসছেন অরবিন্দ কেজরিওয়াল
যদিও কাকাজির এই মন্তব্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রশ্নের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, নতুন কৃষি আইন নিয়ে কৃষক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং সোম পারকাশ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন।
এদিকে, রবিবার দিল্লি ও তার আশেপাশে কৃষকদের আন্দোলন ১৭’তম দিনে প্রবেশ করছে, এদিন কৃষকরা দিল্লি-জয়পুর মহাসড়ক অবরোধ করে এবং নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অটল থাকে। আজ কৃষকদের দেশ জুড়ে একদিনের অনশন বিক্ষোভের কর্মসূচী রয়েছে। যেখানে তাদের কে সমর্থন জানিয়ে আম আদমি পার্টি সুপ্রীমো শ্রী অরবিন্দ কেজরিওয়াল জি’ও অনশন কর্মসূচী পালন করবেন।