দ্য ক্যালকাতা মিরর ব্যুরোঃ বিহার বিধানসভা আর হায়দ্রাবাদ কর্পোরেশনে তাক লাগানো ফলের পর এবার আসাউদ্দিন ওয়েসির পাখির নজর তামিলনাড়ুর বিধানসভা ভোট। ওয়েসি জানিয়ে দিয়েছেন যে তারা কমপক্ষে ২৫টি সিটের জন্য লড়বেন। বিভিন্ন সময়ে মোদী সরকারের বিরোধিতা করে পার্লামেন্টে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ওয়েসি। কিন্তু বিহার বিধানসভায় মুসলিম ভোট ব্যাঙ্ককে কাজে লাগিয়ে যে ফলাফল পেয়েছে ওয়েসির অল ইন্ডিয়া মজলিশ্-এ-ইত্তেহাদুল মুসিলমিন, এখন তাতে দেশবাসীর চোখ যে বিরোধী শক্তি হিসেবে কি করতে চলেছে ওয়েসি।
২০২১ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে তামিললাড়ুতে বিধানসভা ভোট হতে পারে বলে বলা হচ্ছে। ২০১১ সালের সেনসাস অনুযাইয়ী এই রাজ্যে আপাতত ৫.৩৬% মুসলিম ভোটার আছে। এখন তামিলনাড়ুর বেশ কিছু জেলাও বেশ মুসলিম প্রধান। যেমন – ভেলোর, রানিপেত, মাদুরাই, পুদুকোট্টাই, ত্রিচির মতো জেলাগুলিতে বেশ সংখ্যক মুসলিম ভোটার রয়েছে। তামিলনাড়ুর এআইএমআইএম ইউনিটের সম্পাদক ভাক্কিল আহমেদ জানিয়েছেন যে, তারা ডিএমকের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, তার মধ্যে দুরাইমুরুগণের সঙ্গেও কথা বলেছেন সম্ভবত তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির মিত্রশক্তি এআইডিএমকের বিরুদ্ধে লড়াইতে নামবে।
আরো পড়ুনঃ বজরং দলকে ইন্ধন জোগাচ্ছে ফেসবুক! বিদেশী রিপোর্টে উঠে এলো চাঞ্চল্য
এছাড়াও যে খবরটি তামিলনাড়ুর রাজনীতিতে সাড়া তুলেছে তা হল যে অভিনেতা-পরিচালক কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়ামের সঙ্গেও নাকি গাঁটছড়া বাঁধতে চলেছে ওয়েসি। এর আগে নাথুরাম গডসে প্রসঙ্গে যখন কমল হাসান শিরোনামে ওঠেন তখন ওয়েসি কমলের সঙ্গ দিয়ে গডসকে ‘জাতির জনক’-এর হত্যাকারী ও দুষ্কৃতি বলে বিবৃতি দিয়েছিলেন। এবার ওয়েসি সেই কমলের সঙ্গেই হাতে হাত ধরে বিজেপি বিরোধী শক্তিকে আরো জোরদার করে তুলছে। বিহার, হায়দ্রাবাদের পর এবার ওয়েসির চোখ তামিলনাড়ু। সুত্রের খবর পরের বছর শুরুতেই চেন্নাই ও ত্রিচিতে সভা করবে ওয়েসি। সেই সভাতেও নাকি কমল সহ নানা দলকে আমন্ত্রণ জানিয়েছে এআইএমআইএম।