দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রেলমন্ত্রক এখন প্রতিমাসেই কিছু না কিছু চমক এনে হাজির করছে জনতার দরবারে। এবার দূরপাল্লার ট্রেনে ভ্রমণ আরও আরামদায়ক করতে উদ্যোগী হয়েছিল রেল। আর সেই উদ্যোগের অংশ হিসেবেই দূরপাল্লার ট্রেনের কামরায় অনেক কিছুই পরিবর্তন করেছিল বর্তমান রেলের ইঞ্জিনিয়াররা। এবার নতুন এক যুগান্তকারী পরিবর্তন আনা হল রেলের স্লীপার কামরায়। রেলের দাবি যাত্রী স্বাচ্ছন্দ্যে এটা দুরন্ত। এই পরিবর্তনের ফলে দূর পাল্লার ট্রেনে যাত্রা হবে আরও আরামদায়ক। দেখে নেওয়া যাক কী সেই পরিবর্তন!
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি ভিডিও টুইট করেছেন। আর সেই টুইটের ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে দূরপাল্লার ট্রেনের কামরায় সাইড লোয়ার বার্থে একটি বড়সড় পরিবর্তন হয়েছে। ভিডিও-তে পরিস্কার দেখা যাচ্ছে দূরপাল্লার কোচের সাইড আপার ও লোয়ার সিটের আসনগুলি পরিবর্তিত।
আগে সাইড লোয়ারের দুটি সিটের হেলান দেওয়ার অংশগুলি নামিয়েই শুতে হত যাত্রীদের। এরফলে বার্থটি উঁচু-নীচু হতো। আর তাতে যাত্রীদের শুতে অসুবিধা হতো। দীর্ঘদিন ধরে চলে আসা এই ব্যবস্থায় দূরপাল্লার ট্রেনের যাত্রীরা শারীরিক অসুবিধার অভিযোগ করতেন রেলে। এবার সাইড লোয়ার আসনের জন্য থাকছে শোয়ার জন্য আলাদা একটি বেড। যেটি জানলার দিকের দেওয়ালে সাঁটা থাকবে, এবং প্রয়োজনে সেটি তুলে জায়গা মতো পেতে দিলেই হয়ে যাবে বিছানা। এতে বেডটি উঁচু-নীচু থাকছে না। লোয়ার বার্থে যাত্রা করা যাত্রীদেরও আর ঘুমাতে অসুবিধা হবে না। দেখে নিন রেল মন্ত্রীর সেই সেই ভিডিও…