দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার রাজস্থানের পুরভোটে বিজেপিকে টেক্কা কংগ্রেসের। সেই সাথে রাজস্থানের পুরভোটে বিপুল ধাক্কা খেল বিজেপি। সম্প্রতি হায়দরাবাদের পুরভোটে ভালো ফল করলেও রাজস্থানে আসন সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে চলে গেল গেরুয়া শিবির। এরফলে দিল্লি-সিংঘু সীমান্তে চলা কৃষক বিক্ষোভের পাশাপাশি এই ফলাফল গেরুয়া শিবিরকে যথেষ্ট চাপে রাখবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, রাজস্থানের মোট ১২টি জেলায় ৫০টি পুরবোর্ডের নির্বাচন হয়েছিল। যার ফল প্রকাশিত হয় গতকাল অর্থাত্ রবিবার । সেখানে ১৭৭৫টি আসনের মধ্যে ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। যার মধ্যে কংগ্রেস পেয়েছে ৬২০টি, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। এমনকি নির্দল প্রার্থীদের থেকে পিছিয়ে থাকা এটাই প্রমাণ করে, কৃষিবিলের প্রভাব এবার মাঠ ছেড়ে ডেস্কে গিয়েও পৌঁছেছে।
এই নির্বাচনের ফল প্রকাশের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত টুইট করে বলেন, “রাজস্থানবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তাঁরা কংগ্রেসকে সমর্থন করেছেন। শুভেচ্ছা জানাই কংগ্রেস কর্মীদের, যাঁরা লড়াই করে এই নির্বাচনে জয় পেয়েছেন।’’
যদিও দেশের অন্যান্য নির্বাচনে খারাপ ফল করলেও জাতীয় কংগ্রেসের এই সাফল্য কিছুটা হলেই অক্সিজেন দেবে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। এছাড়াও এই ফল থেকে স্পষ্ট যে নির্দল প্রার্থীরাও বোর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এছাড়াও বসপা ৭ টি, সিপিআই এবং সিপিআইএম ২ টি করে আসন দখল করেছে।