দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:”লাগবে সোনা দেবে সরকার।” এবার মেয়ের বিয়েতে এমনই এক লোভনীয় সুবিধা পেতে চলেছে অসংখ্য পরিবার। বাবা মায়েরা যাতে নিশ্চিন্তে মেয়ের বিয়ের আয়োজন করতে পারেন তার জন্য স্বর্ণ যোজনার অধীনে অরুন্ধতি গোল্ড স্কিম নামে এক অভিনব প্রকল্প নিয়ে এসেছে আসাম সরকার। এই স্কিমের মাধ্যমে রাজ্যের মেয়েদের বিয়েতে ১০গ্রাম সোনা দেবে সরকার ৷ তবে তার জন্য মানতে হবে নির্দিষ্ট কিছু গাইডলাইন।
সরকারি এই স্কিমের সুবিধা পেতে বিয়ের কনের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং পাত্রের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।তবে যেসব মেয়ের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হবে তারাই একমাত্র এই স্কিমের সুবিধা পাবেন। এছাড়া বিয়ের রেজিস্ট্রেশন হওয়াও বাধ্যতামূলক। সেক্ষেত্রে বিয়ে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্টার্ড হতে হবে৷ যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন স্কিমের জন্য আবেদন করা যাবে। তবে কেবলমাত্র প্রথম বিয়েতেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
আরো পড়ুন:এবার সফরে আরও আরাম পাল্টে গেল দূরপাল্লার ট্রেনের সাইড লোয়ার বার্থ
দেখে নিন এই যোজনার জন্য আবেদন করার পদ্ধতি।প্রথমেই স্কিমের জন্য রেজিস্ট্রেশন করাতে হবে,তার জন্য revenueassam.nic.in. লিঙ্কে গিয়ে অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে, এরপর ফর্মের প্রিন্টআউট নিয়ে জমা করতে হবে। আবেদন গ্রহণ করা হলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে আবেদনকারীর অ্যাকাউন্টে জমা হবে ১০ গ্রাম সোনার দাম।