দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ কৃষক আন্দোলন ২২ তম দিনে পদার্পণ করল। আর খুব স্বাভাবিক ভাবেই এই আন্দোলন নিয়ে দেশের এবং বিদেশে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বেড়েই চলেছে। অন্যদিকে সিংঘু সীমান্তে বসে থাকা কৃষকরা এখনো কোনওভাবেই যে কোনও ধরণের আলোচনায় বসতে নারাজ। আর এবার সমস্যা সমাধানের লক্ষ্যে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের ফের আলোচনার টেবিলে আসতে অনুরোধ জানিয়েছেন।


এই প্রসঙ্গে পুরী বলেছেন যে, “আমরা ওনাদের যথার্থ দাবি নিয়ে আলোচনা করতে রাজি। আমরা এই সমস্যার সমাধান করতে প্রস্তুত, কিন্তু কৃষকভাইদেরও ফের আলোচনায় বসে তাঁদের প্রতিটি বিষয় মুখোমুখি বলতে হবে। ওঁদের আরও কিছু আলোচনার থাকলে, আসুন। কিন্তু এটা গোঁ ধরে থাকার সময় নয়।” এদিকে আজ সিংঘু সীমান্তের নিকটবর্তী সিংরা গ্রামের একটি গুরুদ্বারের পুরোহিত সন্ত সন্ত বাবা রাম সিং এই কৃষক আন্দোলনে অংশগ্রহণরত কৃষকদের দুর্দশা দেখতে না পেরে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। কৃষকরা আজ রাস্তা অবরোধ কর্মসূচী পালন করছে।
প্রত্যেকেরই প্রতিবাদের মৌলিক অধিকার আছে বলে মন্তব্য করলেও পুরী বলেছেন, “কিন্তু প্রতিবাদেরও একটা পথ আছে। আপনি যদি জাতীয় সড়কে ট্র্যাকটর নিয়ে ভিড় করে আসেন, রাস্তা বন্ধ করে রাখেন সেটা প্রতিবাদ নয়।” ভারতের সবুজ বিপ্লবের সময় দেশের কৃষকরা, বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলেও মনে করিয়ে দেন মন্ত্রী। মন্ত্রী এই প্রসঙ্গে পাঞ্জাবে বিজেপির প্রদেশ নেতাদের কৃষকদের সঙ্গে আলোচনার পরামর্শও দিয়েছেন ।