দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দিল্লিতে করোনা আতঙ্কের মধ্যেই এবার নতুন করে চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ফাঙ্গাল ইনফেকশন।জানা গেছে দিল্লিতে বেশ কয়েকজন রোগীর করোনা সেরে যাওয়ার পরেও তাঁদের নাক ও চোয়ালের কিছু অংশে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে।এরফলে তাঁদের দৃষ্টি শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো এই রোগের চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন:মাছের কালিয়া অনেক হয়েছে এবার খান ‘মাছের ডিমের কদলীপত্রস’
জানা গেছে মারাত্মক এই ফাঙ্গাসের নাম মিউকর। যা মুকারম্যাকসিস বা ব্লাক ফাঙ্গাস নামের রোগ ছড়াচ্ছে। এই রোগে রোগীদের চোখ জ্বালা, হালকা জ্বর, মাথাব্যথা, নাক বন্ধ, মুখের একদিকে চুলকানি, ধীরে ধীরে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো উপসর্গগুলো দেখা দিচ্ছে।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে গত ১৭ দিনে করোনামুক্ত ১৩ জন রোগীর শরীরেই দেখা দিয়েছে এই ফাঙ্গাল ইনফেকশন। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষই দৃষ্টি হারিয়েছেন বলে জানা গেছে। তাই এই রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত অ্যান্টি ফাঙ্গাল থেরাপি শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ এড়িয়ে গেলেই বিপদ,শুধু চোখের দৃষ্টি নয় হারাতে হতে পারে প্রাণও। তবে এই রোগটি মোটেই নতুন নয়, আগেও ছিলো। কিন্তু তখন তা পরিচিত ছিল জাইগমাইকোসিস নামে।