দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভূস্বর্গ প্রেমীদের জন্য সুখবর! এবার খুব শীঘ্রই জম্মু কাশ্মীরের ডাল লেকে চালু হবে ভাসমান বোট অ্যাম্বুলেন্স পরিষেবা। জরুরি এই স্বাস্থ্য পরিষেবা চালু হলে এলাকার অসংখ্য মানুষ যে উপকৃত হবেন তা বলাই বাহুল্য।
জানা গেছে ৩৫ ফুট লম্বা কাঠ এবং লোহার পাত দিয়ে তৈরি এই অ্যম্বুল্যান্স বোটের মাঝখানেও ছয় ফুট জায়গা থাকবে। যার মধ্যে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে থাকবে ইসিজি, অক্সিমিটার, হুইলচেয়ার এবং স্ট্রেচারের মতো জরুরি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা। এছাড়া একটি টোল ফ্রি নম্বরও থাকবে। যাতে সবাই সহজেই যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন:রাজধানীতে করোনার পাশাপাশি নতুন আতঙ্ক প্রাণঘাতী ফাঙ্গাল ইনফেকশন!
এই অ্যাম্বুলেন্স বোট বানানোর ধারণা আদতে এক স্থানীয় হাউজবোটের মালিক তারিক আহমদ পাটলুর।জানা গেছে তিনি দুই মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন।তখন সেই পরিস্থিতিতে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কেউ ছিলো না। একমাত্র তাঁর এক বন্ধুই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ।সেই সময়েই ভাসমান অ্যাম্বুলেন্স পরিষেবা তৈরির কথা তাঁর মাথায় আসে।
এ প্রসঙ্গে তিনি জানান,”হাউজবোটে বসবাসরত হাজার হাজার বাসিন্দাকে সাহায্য করার লক্ষ্যে নৌকায় বিশেষ ভাসমান অ্যাম্বুলেন্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত ডাল লেকে এমন অনেক ঘটনা দেখা যায় যেখানে ৩ থেকে ৪ মিনিট আগে পৌছাতে না পারার জন্য মৃত্যু হয় অনেক রোগীর। তাই আগামীদিনে ডাল লেকের এই ভাসমান অ্যাম্বুলেন্স পরিষেবা ডাল লেকের বাসিন্দাদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তারিক আহমদ পাটলু।