দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান ও রাজধানী দিল্লি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজস্থানের আলওয়ার জেলা। মাটির পাঁচ কিলোমিটার নিচে এই কম্পনের উত্সস্থল বলে ধারণা করা হয়েছে। সেভাবে ক্ষয় ক্ষতি না হলেও এই ভূমিকম্পের তীব্রতায় পার্শ্ববর্তী রাজ্যের গুরগাঁও এবং হরিয়ানাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের জেরে ৪৮ কিলোমিটার এলাকাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই কম্পনের ফলে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
আরো পড়ুন:রাজধানীতে করোনার পাশাপাশি নতুন আতঙ্ক প্রাণঘাতী ফাঙ্গাল ইনফেকশন!
প্রসঙ্গত: এই ভূমিকম্পের খবর নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনসময় দিল্লির ভূমিকম্প নিয়ে টুইট করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। মজার ছলে তিনি লেখেন ” সব হিল গ্যায়া ভাই।
“তারপরেই অনেকেই দিল্লির ভূমিকম্প নিয়ে ট্রোলিং শুরু করে দেন। কেউ লিখেছেন “কিছুক্ষণের জন্য ভেবেছিলাম ২০২০ সাথে সাথে বোধ হয় আমিও চলে যাবো। ” আবার কেউ সন্দেহ প্রকাশ করেছেন সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোথায় ছিলেন তা নিয়ে।”