28 C
Kolkata
Wednesday, March 29, 2023
More

    কর্মসংস্থানের ক্ষেত্রে সাম্প্রদায়িক সংরক্ষণের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল অর্থাত্‍ শুক্রবার একটি বিশেষ মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সংরক্ষণের কারণে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ পাওয়ায় কখনও বাধা হতে পারে না। গতকাল বিচারপতি উদয় ললিতের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, সংরক্ষণ নীতির কথা মাথায় রেখেও আসন সংরক্ষণের সময় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। আদালতের মতে, সাধারণ ক্ষেত্রে প্রতিযোগিতা শুধুমাত্র যোগ্যতার নিরিখেই প্রমাণিত হতে পারে।

    শীর্ষ আদালতের এই রায়ের উৎস উত্তর প্রদেশে মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ। যে নিয়োগে স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন সেনাকর্মীর মতো বিশেষ শ্রেণির প্রার্থীদের অগ্রাধিকার হয়েছে। রাজ্য সরকারের নীতি অনুযায়ী পুরুষ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণিতে কিন্তু পাশ নম্বরের চেয়ে বেশি নম্বর অর্জনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। অথচ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। বর্তমান মামলাটির ক্ষেত্রেও শীর্ষ আদালত ২১ জন মহিলা প্রার্থীর স্বপক্ষেই রায় দিয়েছে, যাঁরা সংরক্ষণ তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীদের তুলনায় চাকরির পরীক্ষায় বেশি নম্বর পেয়েছেন।

    গতকাল বিচারপতি এস রবীন্দ্র ভাট তাঁর রায়ে লেখেন, “যে কোনও ক্ষেত্রেই সংরক্ষণ সরকারি চাকরিতে সামগ্রিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে। কিন্তু এই নীতি কখনই অনড় হিসেবে দেখা উচিত হবে না। বিশেষ করে দেখা দরকার, সাধারণ ক্ষেত্রে কোনও প্রার্থীর যোগ্যতামান যেন তাতে বিঘ্নিত না হয়।”

    সুপ্রীম কোর্ট এর বিচারপতি আরও লিখেছেন যে, “এমন ধরণের অচলাবস্থা বজায় থাকলে তা শেষ পর্যন্ত সাম্প্রদায়িক সংরক্ষণে পর্যবসিত হবে, যার জেরে প্রতিটি সামাজিক ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার মানদণ্ড বিবেচনার বিষয়টি আবদ্ধ হয়ে পড়বে। অসংরক্ষিত ক্ষেত্রে সকলের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকে এবং সেখানে একমাত্র মানদণ্ড হয় প্রার্থীর যোগ্যতা।’

    যদিও এর আগেও সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছিল যে , তফশিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষিত প্রার্থীরা যোগ্যতার মানের ভিত্তিতে সাধারণ শ্রেণিতে প্রতিযোগিতা করতে পারেন। সে ক্ষেত্রে তাঁর ছেড়ে যাওয়া সংরক্ষিত আসনে অন্য কোনও প্রার্থী সুযোগ পেতে পারেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের পরিবার ও প্রাক্তন সেনাকর্মীদের শ্রেণিতে আসন শূন্য থাকলেও কোনও এসসি, এসটি বা ওবিসি প্রার্থী অন্তর্ভুক্ত হতে পারবেন না। এই রীতিকে শুক্রবার কার্যত খারিজ করল সুপ্রিম কোর্ট।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...