25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    দুঃসময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতি রতন টাটা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শনিবার টাটা গ্রুপের চেয়ারম্যান কিংবদন্তি রতন টাটা তার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। অ্যাসোচ্যাম ফাউন্ডেশন উইক ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টাটা গ্রুপের চেয়ারম্যান কোভিড ১৯ মহামারীর কঠিন সময়ে দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী তাকে অ্যাসোচ্যাম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি পুরস্কার উপহার দেওয়ার পর টাটা গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে এই প্রশংসা আসে।

    শনিবার ওই অনুষ্ঠানে ভারতের উন্নয়নে টাটা গ্রুপের অবিস্মরণীয় অবদানের প্রশংসা করে মোদী বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন উত্থান-পতনের সাক্ষী থেকেছে টাটা গ্রুপ। হ্যাঁ অতৃপ্তির মুহূর্ত থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু কখনই আপনার নেতৃত্বকে অস্বীকার করা যাবে না। আপনি লকডাউন চেয়েছেন, তাই পেয়েছেন। কয়েক মিনিট আলো নিভিয়ে অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে একজোট করার বার্তা দিতে চেয়েছেন, এবং তা পেরেছেন।”

    টাটা বলেন, “এই ঘটনা কৃত্রিম নয়, দেখনদারিও নয়। এই উদ্যোগ দেশের সমন্বয় ঘটিয়েছে। বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, আপনার নেতৃত্বে আমরা উঠে দাঁড়িয়ে সর্বশক্তি নিয়ে আপনার নির্দিষ্ট করা লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে পারি।”

    দুঃসময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রতন টাটা বলেন, “শিল্পপতি হিসেবে এবার আমাদের কর্তব্য, আপনার দেখানো পথ অনুসরণ করা এবং এই নেতৃত্বের সুবিধাগুলি তুলে ধরা, যা আমরা করে দেখাব বলে আমি নিশ্চিত।”

    তিনি আরও বলেন, “আমার মনে হয়, যদি আমরা একসঙ্গে উঠে দাঁড়িয়ে আপনি যা বলেছেন, যা করেছেন এবং যা দেখিয়েছেন তা পালন করতে পারি, তা হলে সারা পৃথিবী আমাদের দেখবে আর বলবে, প্রধানমন্ত্রী এমনই বলেছিলেন এবং তা করেও দেখিয়েছেন।”

    ভারত সরকার দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্য ও কর্মসংস্থান প্রদানের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য ঋণ সহায়তা বৃদ্ধির জন্য ব্যাপক তারল্য সহায়তা সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে, সরকার এই সময়ের মধ্যে একটি সংস্কারের পথ শুরু করে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ে শ্রম সংস্কার এবং কৃষি সংস্কারের মাধ্যমে ভারতকে স্বনির্ভর করার জন্য ১০টিরও বেশি খাতে উৎপাদন-সংযুক্ত প্রণোদনার মতো নীতি প্রণয়ন করা। টাটার মতে, শিল্পকে এখন এই নেতৃত্বের সুবিধা দেখাতে হবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...