দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ বীরভুমের লালমাটিতে ‘মেগা-শো’ এর পর সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির রাজ্য কমিটির নেতৃত্ববৃন্দ। সেই বৈঠকে রাজ্যের শাসকদলের ‘বহিরাগত তত্ত্ব’কে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন; “বাংলার ভূমিপুত্রই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। আর সেই ভূমিপুত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।” তবে সেই ভূমিপুত্র কে হতে পারেন, সেটা খোলসা করে না বললেও আজ সেই বৈঠকে শুভেন্দু’র অনুপস্থিতি কিছুটা হলেও নাটকীয়ভাবে বুঝিয়ে দিয়েছেন ‘ভূমি পুত্র’টি কে, তাই অমিতের এই মন্তব্যের পরেই রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এর পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন, “বাংলা তো মুক্তচিন্তার জায়গা। সেখানে এত সংকীর্ণচিন্তা কেন। দেশের যে কোনও প্রান্ত থেকে এলে সেই ব্যক্তি বহিরাগত হয়ে যান কীভাবে। তবে এটা নিশ্চিত করতে পারি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার কোনও ভূমিপুত্রই হবেন। তা সময়মতো দেখবেন।” সেই সাথে পুরোনো প্রসঙ্গ টেনে শাহ বলেন “যে সময় মমতাদিদি কংগ্রেসে ছিলেন, সেই সময় নরসিমা রাও, প্রণব মুখোপাধ্যায় বাংলায় এলে কি, তাঁদের বহিরাগত বলতেন। ইন্দিরা গান্ধি কলকাতায় এলে কি তাঁকে বহিরাগত বলা হত?” তাই এই ধরনের সংকীর্ণচিন্তার জায়গা বাংলা নয়।


এছাড়াও, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও অমিত শাহ কড়া মন্তব্য করেছেন। তাঁর মতে , “রাজ্যের দশ কোটি মানুষকে ছেড়ে ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য উঠেপড়ে লেগেছেন মমতাদিদি। তবে বাংলার মানুষ তা হতে দেবে না।” যদিও এই প্রসঙ্গ উঠতে পারে জেনেই গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মমতার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চায় না, মানুষ মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়।
আজ রাজ্যের তিন আইপিএস-এর বদলি ও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়েঅমিত শাহ কে প্রশ্ন করা হলে অমিত শাহ জি স্পষ্টই জানান, এই জায়গা এই প্রশ্নের জবাব দে্ওয়ার জায়গা নয়। এটা কেন্দ্র ও রাজ্যের আভ্যন্তরীণ বিষয়। যা হচ্ছে তা সংবিধান অনুযায়ীই সব হবে। তবে তিন আইপিএস বদলি প্রসঙ্গে তিনি জানিয়েছেন , “যে চিঠি লেখা হয়েছে, তা সব নিয়ম মেনেই লেখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ম মেনে পদক্ষেপ করবে।”


ফলে গত দু দিনের রাজ্য সফরে এসে অমিত শাহ যে শাসক দলের ওপর একটা চাপ তৈরি করেছেন সেটা কিছুটা হলেও প্রকাশ পাচ্ছে। আজ তৃণমূল দলনেত্রী মমতা ব্যানার্জী টুইট করে অবিজেপি মুখ্যমন্ত্রীদেরকে পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি এও লিখেছেন যে কেন্দ্রীয় সরকারের এইভাবে নির্লজ্জের মত রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ গণতান্ত্রিক বিষয়ের ওপরে আঘাত।