25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    দীর্ঘ ২৮ বছর পর ‘সিস্টার অভয়া’ হত্যা মামলায় সিবিআই’এর বিশেষ আদালতের রায়!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তিরুবনন্তপুরমের সিবিআই-এর বিশেষ আদালত অভয়া হত্যা মামলায় ফাদার থমাস কোট্টুর এবং ৬৩ বছর বয়স্ক সিস্টার সেফিকে দোষী সাব্যস্ত করার একদিন পর আজ বুধবার এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে । মামলাটি দায়ের হওয়ার ২৮ বছর ৯ মাস পরে এই রায় দেওয়া হয়।

    আদেশ পাশ হওয়ার কয়েক ঘন্টা পরে, আইপিসি র ৩০২ (খুন) এবং ২০১ (প্রমাণ ধ্বংস) এবং ২০০৯ সাল থেকে জামিনে থাকা এই দুই অভিযুক্তকে কারাগারে ফেরত পাঠানো হয়। কোট্টুর এবং সেফি এই মামলায় প্রথম এবং তৃতীয় অভিযুক্ত। সিবিআই আরেকজন পুরোহিত ফাদার জোসে পুথ্রিক্কাইলকে দ্বিতীয় অভিযুক্ত হিসেবে নাম নথিভুক্ত করেছিল, কিন্তু আদালত গত বছর থেকে শুরু হওয়া বিচারের আগে তার মুক্তির আবেদন মঞ্জুর করে, যা যথেষ্ট প্রমাণের অভাবে মঞ্জুর হয়েছে।

    যখন ২৭ মার্চ, ১৯৯২ তারিখে কোট্টায়ামের একটি কনভেন্টে এই ক্যাথলিক সন্ন্যাসিনীর মৃতদেহ পাওয়া যায় তখন এই ১৯ বছর বয়সী সিস্টার অভয়া হত্যা সংবাদ মাধ্যমে সব থেকে আলোচিত একটি অধ্যায় হিসেবে পরিচিত হয়ে আছে। সিবিআই সূত্রে খবর, পিয়াস এক্স কনভেন্ট হস্টেলের রান্নাঘরের ভিতরে দুই ফাদার ও সেফিকে একটি আপত্তিজনক অবস্থাতে দেখতে পাওয়ার পর ‘অভয়া’ নামে ওই কলেজ ছাত্রী নিহত হয়।

    এজেন্সি আদালতকে জানায়, ‘অভয়া’ তাদের গোপনীয়তা সকলের সামনে প্রকাশ করে দেবে এই ভয়ে, কোট্টুর তাকে শ্বাসরোধ করে হত্যা করে আর সেফি অভয়া’কে কুঠার দিয়ে মারধর করে। সিবিআই আদালতকে জানায়, তারা একসাথেই ওই ছাত্রীর মৃতদেহ কুয়োর মধ্যে ফেলে দেয়। “অভয়া মামলা” কেরালার দীর্ঘতম এবং সবচেয়ে হাই-প্রোফাইল খুন রহস্য, এই মামলাতে একাধিক মোড় এবং রহস্য জড়িয়ে আছে। ওই সন্ন্যাসিনীর মৃত্যুর ১৬ বছর পর নভেম্বর ২০০৮ সালে সিবিআই অভিযুক্তদের গ্রেফতার করে। এবং বিচার চলাকালীন সময়ে, ৪৯ জন প্রসিকিউশন সাক্ষীর মধ্যে আটজন চার্চের লোকজন ছিলেন, যারা বাকীদের কাছে শত্রু হয়ে উঠেছিলেন।

    এই ঘটনায় প্রধান সাক্ষীদের মধ্যে ছিলেন আদক্কা রাজু, যিনি বলেন যে তিনি ১৯৯২ সালের ২৭ মার্চ ভোরে অভিযুক্ত দুজন ব্যক্তিকে হস্টেলের সিঁড়ি দিয়ে নামতে দেখেছেন। রাজু, যিনি একটি চুরির মামলায় জেলে ছিলেন, তিনি ওই ভবন থেকে তামার তার চুরি করে ধরা পড়েছিলেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...