26 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    জম্মু ও কাশ্মীরের উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনে বিজেপির একক বৃহত্তম হিসেবে ‘বড়’ জয়

    সম্প্রতি অনুষ্ঠিত জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জম্মু ও কাশ্মীরের জনগণকে প্রথম বারের মত জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে “এত বড় ভোট” দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। “ডিডিসি নির্বাচনে এত বড় ভোটের জন্য জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন। আমি আমাদের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করছি এই বহু-পর্যায়ের নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য। এর ফলে গণতন্ত্রে জম্মু ও কাশ্মীরের মানুষের মনোবল ও আস্থা আরও বাড়বে,” শাহ টুইট করেন।

    মন্ত্রী এছাড়াও আশ্বস্ত করেছেন যেভারতীয় জনতা পার্টি জম্মু ও কাশ্মীরেরজনগণের স্বার্থের পক্ষে থাকবে। “জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমি আমাদের বোন এবং জম্মু ও কাশ্মীরের ভাইদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি জম্মু ও কাশ্মীর অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে নিরলস ভাবে কাজ চালিয়ে যাবে।

    জম্মু ও কাশ্মীরের জনগণকে গণতন্ত্রের প্রতি আস্থা বজায় রাখার আশ্বাস দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী টুইটে বলেন, “জম্মু ও কাশ্মীরে তৃণমূল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মোদী সরকার যথাসাধ্য চেষ্টা করছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত ডিডিসি নির্বাচন একই সাক্ষ্য। এই নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটায়।

    ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ঘোষণাপত্র (পিএজিডি)২৮৮টি জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) প্রথম নির্বাচনে ১১২টি আসন লাভ করে এবং বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ৭৫টি আসনে জয়লাভ করে।

    এপিডি সাতটি দল নিয়ে গঠিত- জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), হাকিম মোহাম্মদ ইয়াসিন শাহের জম্মু ও কাশ্মীর পিপলস ফ্রন্ট (পিডিএফ), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), জাভিদ মুস্তাফার জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট (জেকেপিএম), সাজ্জাদ লোনের জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স (জেকেপিসি) এবং মুজাফফর শাহের আওয়ামী কনফারেন্স।

    জম্মু ও কাশ্মীর রাজ্য নির্বাচন কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, এনসি ৮ দফায় অনুষ্ঠিত ডিডিসি নির্বাচনে ৬৭, পিডিপি-২৭, পিডিএফ-২, সিপিআইএম-৫, জেকেপিএম-৩, জেকেপিসি-৮ জিতেছে। কংগ্রেস ২৬টি আসন পেয়েছে, আলতাফ বুখারির জম্মু ও কাশ্মীর আপনি পার্টি ১২টি আসনে জয়লাভ করেছে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪৯টি আসনে জয়লাভ করেছে। অন্যান্য দলের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি (জেকেএনপিপি) যারা ২টি আসনে জয়লাভ করে এবং বিএসপি একটি আসন লাভ করে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...