দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: যা আশঙ্কা ছিল ক্রমে তা সত্য হতে দেখা দিচ্ছে! বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে ব্রিটেনের সমস্ত উড়ান সেই সাথে কড়া বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র।। তবুও আটকানো গেল না বলেই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক! এবার লণ্ডন ফেরত দু’জন যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। এই দুজনের একজন বিজয়ওয়াড়ার বাসিন্দা এক মহিলা এবং আর একজন নাগপুরের এক যুবক।
আর তাঁর মধ্যে প্রশাসনের চিন্তা বিশেষ করে বাড়িয়েছেন ওই মহিলা। কারণ ওই মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে বিজয়ওয়াড়ায় চলে আসেন। মহিলার নাম মেরি ইউনফ্রেড আন। তিনি পূর্ব গোদাবরী এলাকার রাজামুন্দ্রির বাসিন্দা। পেশায় একজন স্কুল শিক্ষক। ২১ ডিসেম্বর লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। সেখানে পরীক্ষা করানোতেই তাঁর করোনা ধরা পড়ে। কিন্তু একজন শিক্ষক হয়ে কিভাবে এরকম আক্কেলবিহীন কাজ করলেন সে কথাই ভাবাচ্ছে প্রশাসনকে।
ওই মহিলা’র শরীরে করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে । তার পরেও কোয়ারেন্টাইন সেন্টার থেকে তিনি পালিয়ে ট্রেন সফর করেছেন বলে অভিযোগ। এর ফলে ওই কামড়া তে যারা যারা ছিলেন তাদের কারোর মধ্যে সেই ভাইরাস ছড়িয়েছে কিনা সেটাও ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে পর্ব গোদাবরী প্রশাসনকে ও স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করা হয়েছে। এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই আশঙ্কার মেঘের সঞ্চার করেছে।