দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল এক-দুই বছরের জন্য পরীক্ষামূলক ভাবে কৃষি আইন চালু করার জন্য চাষীদের কাছে প্রস্তাব রাখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন যে এই পরীক্ষামূলকভাবে জারি করা আইনে দেখা যায় চাষীদের এতে লাভ হচ্ছে না, তাহলে প্রয়োজনীয় যাবতীয় সংশোধনী করে নেবে কেন্দ্র। অন্যদিকে গতকাল দিল্লির একটি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজি বলেন যতদিন মোদী প্রধানমন্ত্রী পদে আছেন, চাষীদের জমি পুঁজিপতিদের হাতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই এমনটাই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। গতকাল বড়দিনে’র সকালে মোদী ছাড়াও সরকারের দুই উল্লেখযোগ্য মন্ত্রী চাষীদের আশ্বাস দিলেন যে এই আইনে চাষীদের স্বার্থ রক্ষিত হবে।
এদিন রাজনাথ সিং তাঁর বক্তব্যে জানান যে সিংঘু সীমান্তে যারা ধর্নায় বসেছেন তারা চাষী ও চাষী পরিবারের মানুষ। তাদের প্রতি সরকার শ্রদ্ধাশীল। প্রতিরক্ষামন্ত্রী এও বলেন যে তিনি নিজেও একজন চাষীর ঘরের ছেলে ও মাঠে ঘাটে কাজ করেছেন। দিল্লির সভায় দাঁড়িয়ে রাজনাথ বলেন বিরোধী দলের একাংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চাষীদের বিভ্রান্ত করছে।
গতকাল ওই সভাতে দাঁড়িয়ে রাজনাথ আশ্বস্ত করেন যে বিলে এমন কোনও ধারা নেই যা চাষীদের স্বার্থের পরিপন্থী। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ও বহাল থাকছে সে কথাও তিনি বলেন। এছাড়াও রাজনাথ বলেন যে এই আইন এক দুই বছর চলুক পরীক্ষামূলক ভাবেই , যদি দুবছর বাদে দেখা যায় যে সেগুলি কৃষকদের স্বার্থের পরিপন্থী, তাহলে প্রধানমন্ত্রী মোদী অবশ্যই তা প্রত্যাহার করে নেবে।