দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি হলেও,এদেশে মহিলাদের ইন্টারনেট ব্যবহারের হার উল্লেখযোগ্য ভাবে কম। সম্প্রতি কেন্দ্র কর্তৃক একটি সমীক্ষায় দেশের নারী এবং পুরুষ ইন্টারনেট ইউজারে ব্যাপক তারতম্য সামনে এসেছে।
কেন্দ্রের এই সমীক্ষায় দেশের বিভিন্ন রাজ্যগুলিতে মহিলাদের ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যান প্রকাশিত করা হয়েছিল। সেখানে দেখা গেছে, এদেশে মহিলা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম, কোনও রাজ্যে আবার মহিলাদের ইন্টারনেট ব্যবহারের হার ২০ শতাংশে এসে দাঁড়িয়েছে।
২০১৯-২০ ভারতীয় টেলিকম খাতের বার্ষিক কর্মক্ষমতা সূচক রিপোর্ট প্রকাশ করা হলে তাতে দেখা যায়, বিহারে মহিলা ইন্টারনেট ইউজারের মাত্রা সবথেকে কম ২০.০৬%। এবং সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ শেষের থেকে চার নম্বরে। যেখানে মহিলা ইন্টারনেট ইউজার মাত্র ২৫.৫%। অপরদিকে মহিলা ইন্টারনেট ইউজার সংখ্যায় অনেকটাই এগিয়ে রয়েছে সিকিম।সেখানে সংখ্যাটা প্রায় ৭৬.৭%।
উল্লেখ্য, এই সমীক্ষার পাশাপাশি মহিলাদের মোবাইল ব্যবহারের ওপরেও একটি সার্ভে করা হয়েছিল। মোট ২২ টি রাজ্যের মহিলাদের ওপর এই সমীহ্মা করা হয়েছিল। সে সমীক্ষায় দেখা যায় মহিলা মোবাইল ইউজারদের মধ্যে রাজ্য হিসেবে প্রথম স্হানে রয়েছে গোয়া (৯১.২%)। এবং সবার শেষে গুজরাত (৪৮.৮%)।