দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিদেশের মতোই এবার এদেশেও মেট্রো চালকবিহীন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী ২৮ ডিসেম্বর দিল্লীতে উদ্বোদন হতে চলেছে এই চালকবিহীন আধুনিক এই মেট্রোরেলের। যা ভারতের প্রথম চালকবিহীন মেট্রো রেল হতে চলেছে।
এই বিষয়ে দিল্লির মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে, “আগামী ২৮ তারিখ থেকে দিল্লির জনকপুর ওয়েষ্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত,এই সুদীর্ঘ ৩৭ কিলোমিটার পথ রোজ পাড়ি দেবে এই মেট্রো।
তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বর্তমানে এই পরিষেবা সম্পূর্নভাবে “ক্যাশলেস” করা হয়েছে।” নগদের বদলে স্মার্টে কার্ডের সাহায্যে আপাতত এই মেট্রোরেলের সুবিধা গ্রহন করতে পারবেন সাধারণ যাত্রীরা।