দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ শিবসেনা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কে দুর্বল এবং ছন্নছাড়া বলে অভিযোগ করেছে। উল্লেখ্য, শিবসেনার ‘সামনা’ (মুখপত্র) তে দাবি করা হয়েছে যে, এই মূহুর্তে কংগ্রেসের উচিত বিজেপির বিরোধিতা না করে নিজের ঘরের নেতৃত্বের সমস্যা মেটানো। ওই মুখপত্রে এও বলা হয়েছে যে, বিজেপি’কে চাপে ফেলতে সমস্ত বিজেপি বিরোধী দলের ইউপিএ জোটে অংশগ্রহণ করা উচিত।
‘সামনা’ তে শিবসেনা এও বলছে, রাজধানী সীমান্তে কৃষকরা এতদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। অথচ সেই বিষয়ে দিল্লির শাসকদের কোনও মাথাব্যথাই নেই। আর এর কারণ অনুসন্ধান করতে গিয়ে শিবসেনার মনে হয়েছে কংগ্রেসের দুর্বল অবস্থান ও সংগঠনের জন্যেই কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে থাকতে পারছে। প্রসঙ্গত, দীর্ঘ ৩০ দিন ধরে কৃষকরা আন্দোলনে বসে রয়েছেন। আর তার পরেও কোনও সমাধানের পথ মিলছে না কারণ কেন্দ্রীয় সরকার জানে রাজনৈতিক ভাবে ভয় পাওয়ার কোন যায়গা নেই।
উল্লেখ্য, যে কোনও গণতান্ত্রিক কাঠামোতে কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে বিরোধীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই মূহুর্তে জনগণের বহু সমস্যা রয়েছে তবুও সেগুলো নিয়ে সরকারকে চাপে ফেলতে ব্যর্থ ইউপিএ এবং কংগ্রেস। ‘সামনা’তে যে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে, রাহুল গান্ধী একাই জোরদার লড়াই করছেন, কিন্তু তবুও ‘কিছু একটা’র অভাব চোখে পরছে।
কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট যেন অনেকটা স্বেচ্ছাসেবী সংস্থার মতো আচরণ করতে শুরু করেছে। এমনকি ইউপিএর সাংসদ বিধায়করাও এই কৃষক আন্দোলনকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন না। তবে এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছে ‘সামনা’। ‘মমতা দি’ একাই বিজেপির বিরুদ্ধে লড়ছেন। এই মূহুর্তে কংগ্রেসের উচিত তাঁকে সমর্থন করে একটি জোরদার আন্দোলন সংঘটিত করা, যাতে কেন্দ্র যথেষ্ট চাপ অনুভব করতে পারে।