দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রেমিককে অনেকেই সময়ই প্রেমিকাকে বলতে শোনা যায়, তোমার জন্য আমি চাঁদ এনে দেব। কিন্তু সেটা তো নেহাতই কথার কথা! তা কী কখনও সত্যি হয়! এই অসম্ভবকেই সম্ভব করে দিলেন রাজস্থানের ধর্মেন্দ্র অনিজা। চাঁদ নয়, এক মহাজাগতিক উপহার দিলেন স্ত্রীকে।এটা গল্প নয়, একেবারে খাঁটি বাস্তব।
বিবাহ বার্ষিকীতে স্ত্রী কে মানুষ যেখানে পার্থিব উপহার দিয়ে থাকেন সেখানে রাজস্থানের এক ব্যাক্তি দিলেন অপার্থিব উপহার! অর্থাত্ যে উপহার পৃথিবীর কিছু নয়! হ্যাঁ, এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত যে কাজ করেছেন এবার রাজস্থানের এই ব্যবসায়ীর নাম ও সেই লিস্টে চলে এল। চাঁদে জমি কিনে উফর দিলেন নিজের স্ত্রীকে। যদিও ভারতের সাধারণ নাগরিক হিসবে তিনি প্রথম নন। এর আগে বোধগয়ার এক ব্যক্তি চাঁদে এক একর জমি কিনেছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে স্ত্রীকে উপহার দেবেন বলে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। আর এই কাণ্ড ঘটিয়ে বেজায় খুশি ধর্মেন্দ্র। কারণ তিনি জানিয়েছেন, রাজস্থান থেকে তিনিই প্রথম যে ব্যাক্তি চাঁদে জমি কিনল।
চাঁদের তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র। আর সেই জমি লিখে দিয়েছেন স্ত্রী স্বপ্নার নামে। ধর্মেন্দ্র জানিয়েছেন, “এবার বিবাহ বার্ষিকীতে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। সবাই এই দিনটায় নিজের প্রিয় মানুষটাকে গাড়ি, বাড়ি, দামি গহনা উপহার দেয়। আমি সে সবের ঊর্ধ্বে গিয়ে অন্যরকম কিছু করতে চাইছিলাম। তাই অষ্টম বিবাহ বার্ষিকীতে চাঁদের জমি উপহার দেওয়ার পরিকল্পনা করি।” সেই মতো এক বছর আগে থেক পরিকল্পনা শুরু করেন তিনি। গোটা প্রক্রিয়াটি শেষ হতে এক বছর সময় লেগে যায়।
অভিনব এই উপহার পেয়ে আনন্দে আপ্লুত স্ত্রী স্বপ্না। তিনি জানান, “কোনও দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না।”