দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে আবার সেরার শিরোপা হুগলি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাসের দখলে। বিজ্ঞানের মঞ্চে পোর্টেবল টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার (ম্যানুয়াল অ্যান্ড ইলেক্ট্রনিক) বানিয়ে শ্রেষ্ঠত্বের স্হানে অভিজ্ঞান।


পোর্টেবল টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার শরীরের সঙ্গেই ঝোলানো যাবে। এটি এবং ব্যবহারকারীর এক হাতে থাকবে সেনসর লাগানো ঘড়ি, অন্য হাতে ম্যাগনেট। যে হাতে ঘড়ি সেই হাতেই থাকবে একটি সিলিকন টিউব। যার সঙ্গে স্যানিটাইজারের সরাসরি যোগ রয়েছে। এরপর ম্যাগনেট যে হাতে লাগানো রয়েছে সেই হাতটি সেনসর লাগানো ঘড়ির কাছে নিয়ে গেলেই হাতে সরাসরি এসে পড়বে স্যানিটাইজার।
উল্লেখ্য এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদে থেকে প্রবীণ বিজ্ঞানীরা। আর তাঁদেরকেই পেছনে ফেলে দ্বিতীয়বারের জন্য প্রথম স্থান অধিকার করল অভিজ্ঞান। তাঁর কৃতিত্বে গর্বিত ওই পড়ুয়ার পরিবার তথা তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।
উল্লেখ্য, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটি ভারত সরকারের ‘নব ভারত নির্মাণ’ প্রকল্প কর্তৃক আয়োজিত হয়। যেখানে যেকোনো বয়স নির্বিশেষে যে কেও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। ছোট্ট অভিজ্ঞানের এমন আবিস্কার প্রশংসিত হয়েছে বিজ্ঞান মহলেও।